ছাত্র হত্যার দায়ে সাসপেন্ড তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ এক কলেজ ছাত্রকে হত্যার ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের নাম জড়ানোয় দল থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর পঞ্চায়েতের শীতুলিয়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকা মাটিয়া কলেজে পাঠরত বছর বাইশের রিয়াজ মন্ডল নামে এক যুবকের নিথর দেহ উদ্ধার হয় সোমবার শীতুলিয়া এলাকার একটি আমবাগানের মধ্যে থাকা পরিত্যক্ত একটি ডোবা থেকে। দেহটি উদ্ধার করে মাটিয়া থানার পুলিশ। নিখোঁজ যুবকের নিথর দেহ উদ্ধারের পরই এলাকার মানুষ অভিযোগ তোলে যে, চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরিকুল ইসলাম মন্ডল ওরফে পিন্টু এই খুনের সঙ্গে জড়িত। ওই ঘটনায় এক নাবালক সহ বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু তাঁদের প্রত্যেককে ছাড়িয়ে নিয়ে যায় ওই উপপ্রধান। আর তাতেই তাঁর উপর আক্রোশ বাড়ে গ্রামবাসীদের। সেই অভিযোগে এলাকা রণক্ষেত্রের আকার নেয়।
ক্ষিপ্ত এলাকাবাসী পিন্টু মণ্ডলের বাড়িতে এবং তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দিলে পিন্টু মন্ডল এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দেয় বলে অভিযোগ। এরপর পিন্টুর গ্রেফতারের দাবিতে রাতে এলাকার মানুষ দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এলাকার মানুষের দাবির কথা মাথায় রেখে তৃণমূলের বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ ঘোষণা করেন যে, যতদিন ওই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলবে, ততদিন পিন্টুকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি উপপ্রধানের পদ থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিয়া থানা।
টুকরো খবর
ছাত্র হত্যার দায়ে সাসপেন্ড তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান
93%


















