Banner Top

সংস্কারকৃত যাদবপুর বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসের উদ্বোধন

                                                                    দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  ভারত সরকারের ডাক বিভাগের পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে, আনুষ্ঠানিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘সংস্কারকৃত যাদবপুর বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস’-র শুভ উদ্বোধন করা হয়। প্রথমে মাইলফলক উন্মোচন এর পর ফিতে কেটে পোস্ট অফিসটির দ্বারোদ্ঘাটন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য। এরপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান পর্ব শুরু হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডঃ সেলিম বক্স মন্ডল, আইপিওএস, সাউথ বেঙ্গল সার্কেলের প্রধান পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি, পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্টমাস্টার জেনারেল (মেইলস ও বিডি) সুপ্রিয় ঘোষ, পশ্চিমবঙ্গ সার্কেলের ডিপিএস (হেড কোয়ার্টার) হাম্মাদ জাফর, পোস্ট অফিসের সিনিয়র সুপারিন্টেনডেন্ট প্রভাত ব্যানার্জি সহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, কর্মচারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ওই আধুনিক পোস্ট অফিসটি প্রতিষ্ঠা করার জন্য ডাক বিভাগের ভুয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন, এই পোস্ট অফিসে প্রয়োজনীয় পরিষেবাগুলিতে সুবিধাজনক অ্যাক্সেস নিশ্চিত করার মাধ্যমে ছাত্র, শিক্ষক এবং আশেপাশের মানুষরা ব্যাপকভাবে উপকৃত হবে৷ এদিন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার তাঁর বক্তব্যে জানান, ফ্ল্যাগশিপ ‘N-GEN’ এর উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসের সংস্কার ও আধুনিকীকরণ করা হয়েছে। তিনি এও বলেন, ‘N-GEN’ উদ্যোগের লক্ষ্য হল- ঐতিহ্যবাহী পোস্ট অফিসগুলিকে তরুণ প্রজন্মের প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ, প্রাণবন্ত পরিষেবা কেন্দ্রে রূপান্তরিত করা। ‘N-GEN’ পোস্ট অফিস প্রধানত গ্রাহক-বান্ধব, প্রযুক্তি-সক্ষম, এবং ডিজিটালভাবে ক্ষমতায়িত পরিষেবা প্রদানের মাধ্যমে ডাক পরিষেবাগুলিকে আধুনিকীকরণের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপের প্রতিনিধিত্ব করে৷ সংস্কারকৃত পোস্ট অফিসটি এক ছাদের নীচে বিস্তৃত ডাক, আর্থিক, এবং ডিজিটাল পরিষেবা, সঞ্চয় স্কিম, বীমা পণ্য, মেল এবং পার্সেল পরিষেবা এবং ই-সক্রিয় নাগরিক পরিষেবাগুলি সহ বিস্তৃত পরিসরের জন্য উন্নত সুবিধা দিয়ে সজ্জিত। অতএব এই পোস্ট অফিসের জন্য স্থানীয়রা স্বাভাবিকভাবেই খুব উপকৃত হবেন বলে মত প্রকাশ করেন তিনি। পাশাপাশি, ওই স্থানে আধুনিক ও সংস্কারকৃত পোস্ট অফিসটি উদ্বোধন হওয়ায় খুশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মী সহ স্থানীয়রা।
সংস্কারকৃত যাদবপুর বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসের উদ্বোধন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment