Banner Top

রবিতেই গড়াল অমৃত ভারত এক্সপ্রেস এর চাকা

                                                                 দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  বহু প্রতীক্ষিত আধুনিক মানের সুযোগ সুবিধা সম্পন্ন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের চাকা গড়ালো রবিবার সাঁতরাগাছি স্টেশন থেকে। হুগলি জেলার সিঙ্গুর থেকে সবুজ ফ্ল্যাগ নেড়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এদিন মোট তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে উপবিষ্ট ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বহু নেতৃত্বরা। এদিন অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সাঁতরাগাছি রেল স্টেশনে তৈরি মঞ্চ সহ প্ল্যাটফর্মটি সুন্দর করে সাজানো হয়। ওই মঞ্চে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রেল মন্ত্রী রভনীত সিং,রেলওয়ে বোর্ডের সিইও ও চেয়ারম্যান সতীশ কুমার, সাউথ ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা, খড়গপুর এর ডিআরএম ললিত মোহন পান্ডে। এছাড়াও রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ রেল কর্মীদের উপস্থিতিতে এদিন সাঁতরাগাছি-তাম্বরাম অমৃত ভারত এক্সপ্রেস, হাওড়া-আনন্দ বিহার আমৃত ভারত এক্সপ্রেস এবং শিয়ালদহ-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে ছিল এক ঝাঁক ছোট ছোট স্কুল পড়ুয়া। তাঁদের সাথে সাক্ষাৎ করেন রাজ্যের রেল মন্ত্রী। এদিনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রেলের মাধ্যমে দূরকে আরও নিকটতম করা হল। স্বল্প সময়ে অধিক দূর স্থানে পৌঁছানো যাবে এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। পরিকল্পনা অনুযায়ী নতুন বছরেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে নতুন ট্রেন ও নতুন প্রকল্পের উদ্বোধন করায় তিনি আপ্লুত। রেল সূত্রে জানা যায়, দীর্ঘ দূরত্বের স্থানে যাত্রা করতে গিয়ে সাধারণ যাত্রীরা যাতে বিপাকে না পড়েন, সেকথা মাথায় রেখে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও আধুনিক মানের সুযোগ-সুবিধা সম্পন্ন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন তৈরী করা হয়েছে। ট্রেনগুলি  বিশেষত দীর্ঘ দূরত্বের যাত্রায় উন্নত ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে। সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও আধুনিক মানের সুযোগ সুবিধা থাকায় সমাজের সর্বস্তরের মানুষের জন্য আরামদায়ক ও উন্নত সংযোগ নিশ্চিত করবে। এমনকি আন্তঃরাজ্য যাতায়াতকেও আরও দ্রুত করবে। দক্ষিণ ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের সংযোগ স্থাপন করতে- ১৬১০৭ তাম্বরম-সাঁতরাগাছি অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শুক্রবার বিকেল ৩:৩০ মিনিটে তাম্বরম থেকে ছাড়বে, পরদিন রাত ৮:১৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে। ফেরার সময়- ১৬১০৮ সাঁতরাগাছি-তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনিবার রাত ০৯:৫৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং তৃতীয় দিনের সকাল ১০:০০ টায় তাম্বরমে পৌঁছবে। এই ট্রেনটি চেন্নাই, এগমোর, সুলুরুপেটা, নেল্লুর, ওঙ্গোল, চিরালা, বিজয়ওয়াড়া জংশন, এলুরু, রাজামুন্দ্রি, সামালকোট,  অনকাপল্লী, দুব্বাডা, পেন্দুর্তি, কোট্টাভালাসা, বিজয়নগরম, শ্রীকাকুলাম রোড, পলাসা, ব্রক্ষ্মপুর, বালুগাঁও, খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, জাজপুর, কেন্দুঝডর রোড, ভদ্রক, বালেশ্বর ও খড়গপুর স্টেশনে থামবে। রাজধানীর দিল্লির সাথে পশ্চিমবঙ্গকে সংযুক্ত করতে- ১৩০৬৫ হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার রাত ১১:১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং তৃতীয় দিনে ভোর ০২:৫০ মিনিটে আনন্দ বিহারে পৌঁছবে। ফেরার সময়- ১৩০৬৬ আনন্দ বিহার-হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনিবার সকাল ০৫:১৫ মিনিটে আনন্দ বিহার থেকে ছাড়বে এবং পরদিন সকাল ১০:৫০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, এনএসসিবি গোমো, পারসনাথ, কোডারমা, গয়া, অনুগ্রহ নারায়ণ রোড, ডেহরি-অন-সোন, সাসারাম, ভাবুয়া রোড, পণ্ডিত দীন দয়াল উপাধ্যায়, বারাণসী, জৌনপুর সিটি, সুলতানপুর, মহারাজা বিজলি পাশি (নিহালগড়), লখনউ, শাহজাহানপুর, বেরেলি, মোরাদাবাদ, গজরাউলা, হাপুর ও গাজিয়াবাদ স্টেশনের থামবে। আস্থা ও সংস্কৃতির দুই শহরের সেতুবন্ধন করতে- ২২৫৮৮ বেনারস-শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস প্রতি রবিবার, মঙ্গলবার ও শুক্রবার রাত ১০:১০ মিনিটে বেনারস থেকে ছাড়বে এবং পরদিন সকাল ০৯ঃ৫৫ মিনিটে শিয়ালদহে পৌঁছবে। ফেরার সময়- ২২৫৮৭ শিয়ালদহ-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস প্রতি সোম, বুধ ও শনিবার সন্ধ্যা ০৭:৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এবং পরদিন সকাল ০৭:২০ মিনিটে বেনারসে পৌঁছবে। এই ট্রেনটি পণ্ডিত দীন দয়াল উপাধ্যায়, পাটনা, জসিডিহ, মধুপুর, আসানসোল ও দুর্গাপুর স্টেশনে থামবে। নতুন তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন এর পাশাপাশি, প্রধানমন্ত্রী এদিন প্রায় ২৮০ কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি ও ময়নাপুর এর মধ্যে সম্পন্ন হওয়া ১৫ কিলোমিটার দীর্ঘ একটি নতুন রেললাইন উদ্বোধন করেন এবং জয়রামবাটি-ময়নাপুর রুটে একটি নতুন ট্রেন পরিষেবার সূচনাও করেন। জানা যায়, ৬৮০৯৫ জয়রামবাটী-ময়নাপুর মেমু ট্রেনটি রাত ০৮:১০ মিনিটে জয়রামবাটি থেকে ছেড়ে রাত ০৮:৩১ মিনিটে ময়নাপুর স্টেশনে পৌঁছবে। ফেরতের সময়- ৬৮০৯৬ ময়নাপুর-জয়রামবাটী মেমু ট্রেনটি সন্ধ্যা ০৭:২৮ মিনিটে ময়নাপুর থেকে ছেড়ে রাত ০৮:০০ টায় জয়রামবাটি স্টেশনে পৌঁছবে। ট্রেনটি উভয় দিকে বড় গোপীনাথপুর স্টেশনে থামবে। জয়রামবাটি-ময়নাপুর এর মধ্যে নতুন রেললাইন উদ্বোধন এবং ট্রেন পরিষেবা চালু হওয়ায় নিত্যযাত্রী ও তীর্থ যাত্রীরা উপকৃত হবেন। রেলের এহেন সিদ্ধান্তে খুশি স্থানীয়রা।
রবিতেই গড়াল অমৃত ভারত এক্সপ্রেস এর চাকা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment