সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিককালে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে বারাসাত প্রেস ক্লাবের সদস্য সদস্যা এক মিছিলের মাধ্যমে মুখরিত হয়েছেন। জেলা সদরের বিভিন্ন পথ পরিক্রমা করে কে এন সি রোডে শেষ হয় এই মিছিলের। স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা পরিলক্ষিত হয় বলে জানা যায়। উল্লেখ্য, জেলার পত্র পত্রিকার এডিটর সহ সাংবাদিক ও ফটোগ্রাফারগণ এই মিছিলে পা মিলিয়েছেন বলে জানা যায়। মুর্শিদাবাদের বেলডাঙায় কর্তব্যরত সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের পক্ষে গভীর উদ্বেগের বিষয়। সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের এভাবে নিগৃহীত হওয়া সভ্য সমাজের লজ্জা বলে অভিহিত করা হয়। এই ঘটনার প্রতিবাদে বারাসাত প্রেসক্লাবের ধিক্কার মিছিল শুধু সাংবাদিক সমাজের নয়, সমগ্র সচেতন নাগরিক সমাজের ক্ষোভের প্রতিফলন। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, সংগঠনের সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত, সহ-সভাপতি মাবজুল চৌধুরী, সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য ও কনভেনর অনন্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। একই সঙ্গে ঘটনার সময় কর্তব্যরত পুলিশের ভূমিকা নিয়েও নিরপেক্ষ তদন্ত জরুরি। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব—এ বিষয়ে আর কোনও আপস চলতে পারে না বলে তারা আরো জানান।

















