শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ রবিবার আঠেরই জানুয়ারি মধ্যমগ্রামের এক আর্ট গ্যালারির কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল শোভন শিল্প সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গীতিকার পরাশর বন্দ্যোপাধ্যায়/ মধ্যমগ্রামের বিশিষ্ট শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দন দত্ত গুপ্ত/সাহিত্যপ্রেমী ও মধ্যমগ্রামের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ঐন্দ্রিল ভৌমিক/ প্রখ্যাত সাংবাদিক চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্যান্য সাহিত্যপ্রেমী ও লিটিল ম্যাগাজিন পত্রিকার সম্পাদক এবং সম্পাদিকা। অনুষ্ঠানে প্রখ্যাত প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়কে উত্তরিয় পরিয়ে হাতে মানপত্র তুলে দিয়ে সম্মানিত করা হয় ।পরে উপস্থিত বিশিষ্ট অতিথিরা শোভনলাল মৈত্র সম্পাদিত শোভন শিল্প পত্রিকার অনুষ্ঠানিক মোরোক উন্মোচন করেন । পত্রিকার প্রথম সংখ্যা এটা। অনুষ্ঠানে প্রয়াত কবি অশোক চক্রবর্তীর ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় পরে প্রয়াত কবির স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকল কবি সাহিত্যিকরা। আগামী দিনে পত্রিকা ঘিরে সাহিত্য সভা শুধু নয় বরং বিভিন্ন ধরনের বিষয় কেন্দ্রিক আলোচনা সভাও অনুষ্ঠিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সম্পাদক শোভনলাল মৈত্র । অনুষ্ঠানে ছিলো সংগীত পরিবেশন/ নৃত্য ও তাৎক্ষণিক কবিতা লেখা প্রতিযোগিতাও। শুধু স্থানীয় কবি লেখকরাই নয় ,এই পত্রিকায় স্থান পেয়েছে বিভিন্ন জেলার কবি ও সাহিত্যিকদের সৃষ্টিও।
শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন
0%

















