Banner Top

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

                                                                                           দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ  শীতের ছোঁয়াকে ভালোবাসার পরশে রূপান্তরিত করার অন্যতম লক্ষ্যে হৃদয়পুর নব সোপানের এই শৈত্য উৎসব। এই উৎসবে প্রান্তিক শিশু কিশোর অসহায় বয়স্ক, মহিলা , বিশেষভাবে সক্ষম ও ভবঘুরে মানুষদের সাথে সংগঠনের সকল শুভানুদ্ধ্যায়ীরা একসাথে আনন্দে মেতে ওঠে । নবপ্রতিক্ষা গার্ডেনের কর্ণধার প্রদীপ কুমার দে ও তামালিকা দে এবছরেও তারা বিশেষ আয়োজনের মাধ্যমে এই শৈত্য উৎসবের ব্যবস্থা করেছিলেন। এই উৎসবকে আরো সফল করতে উপস্থিত ছিলেন লিগাল সার্ভিস অথরিটি উত্তর ২৪ পরগণা, বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশের অন্তর্গত দত্তপুকুর থানার কর্মরত অফিসারগণ সহ  বিশিষ্ট গুনিজনেরা। প্রতি বছরের মত এবছরেও শৈত্য উৎসবে যাওয়া ও আসার জন্য একটি বাসের ব্যবস্থা করেছেন হৃদয়পুর নব সোপানের শিশু কিশোরদের প্রিয় পুলিশ কাকু পার্থ দে। এদিন সকল ব্যবস্থাপনার মাধ্যমে সুষ্ঠভাবে পালন হয় এই শৈত্য উৎসব – ২০২৬ ।

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment