ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ প্রথম সারির ভারতীয় বহুমাত্রিক জুয়েলারী ব্র্যান্ডের এক নতুন বিপনীর উদ্বোধন হয় মধ্যমগ্রামের এক নব নির্মিত কমপ্লেক্সে। মধ্যমগ্রাম তথা জেলায় এটা প্রথম বিপণন কেন্দ্র। অনুষ্ঠানে প্রথা মাফিক কয়লা ভাঙার মাধ্যমে ঘোষিত হয় এই নতুন বিপনীর পথ চলা/ জন্মলগ্ন এবং আগামীর উজ্জল প্রতিশ্রুতি। এই খ্যাতনামা জুয়েলারী ব্র্যান্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রেতাদের একজন। সারা দেশ জুড়ে এই মুহূর্তে এই জুয়েলারী ব্র্যান্ডের সাড়ে তিনশোটা বিপনী রয়েছে। পাশাপাশি এই নতুন বিপনীতে থাকছে গয়নার বিপুল সম্ভার এবং বৈচিত্র থাকছে আধুনিক মঙ্গলসূত্র থেকে দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য কানের দুল এছাড়াও ভিন্ন ভিন্ন রুচির ক্রেতাকে আকৃষ্ট করার জন্য এই বিপনীর তরফ থেকে থাকছে চমকপ্রদ সব গয়নার বিপুল সম্ভার। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পবিত্র পল্লব আকৃতির পিপুল গয়না এছাড়াও এই বিপনীতে পাওয়া যাবে প্রজাপতি/ অরণ্য গয়না রাজি ছাড়াও শিশু কিশোর ও তরুণদের বিভাগে থাকবে ফ্রেন্ডস ডিসনি হ্যরিপটার ইত্যাদি নামাঙ্কিত সংগ্রহগুলো। ই উৎসবের মরসুমে ক্রেতারা তাদের পছন্দের ডিজাইনের হিরের গয়নায় পাবেন তিরিশ শতাংশ ছাড়,বেছে নেওয়ার সুযোগ থাকছে আট হাজারেরও বেশি ডিজাইনের মধ্যে থেকে। বিপনীর দায়িত্বে থাকা ইস্ট ওয়ান এর দায়িত্বপ্রাপ্ত রিজিওনাল ম্যানেজার শ্রজয়ী দত্ত দাবদাহ ডিজিটাল ও অন্যান্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তাদের আগামী ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনার কথাও। এর পাশাপাশি রিজিওনাল ম্যানেজার বলেন পুরো ইস্টে তাদের পঁচাত্তরটা শোরুম রয়েছে।
নিউজ এক ঝলকে
ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে
90%

















