হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা
দাবদাহ লাইভ, অনন্ত চক্রবর্তী, হাবড়া: বিদ্যালয় স্তরে নাট্যচর্চার প্রসার ও শিক্ষার্থীদের মধ্যে নাট্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাবড়া নান্দনিক নাট্যদলের উদ্যোগে সপ্তগ্রাম আদর্শ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হল তিনদিনব্যাপী নাট্য কর্মশালা। গত ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলা এই কর্মশালার আয়োজন করা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আগ্রহ ও শিক্ষক-শিক্ষিকাদের আমন্ত্রণে। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও বিপুল উৎসাহে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাচিক অভিনয় ও মূকাভিনয়ের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। প্রতিদিন প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রীর সক্রিয় অংশগ্রহণে কর্মশালা প্রাণবন্ত হয়ে ওঠে। সমাপনী দিনে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয়। বিশিষ্ট মূকাভিনয় শিল্পী ও নাট্য পরিচালক ধীরাজ হাওলাদার ছিলেন কর্মশালার মুখ্য প্রশিক্ষক। বিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের শিক্ষামূলক সাংস্কৃতিক উদ্যোগের জন্য হাবড়া নান্দনিক নাট্যদলকে আন্তরিক সাধুবাদ জানায়। প্রখ্যাত নাট্য প্রশিক্ষক তিমির বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

















