স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি টাউনশিপে
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ সোমবার বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবসে মধ্যমগ্রামের এল আই সি টাউনশিপে উদ্বোধন হয়ে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন একাডেমির। সোমবার বারোই জানুয়ারি সন্ধ্যায় এই স্পোর্টস একাডেমির উদ্বোধন করেন রথীন ঘোষ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেবিল টেনিস খেলোয়াড় ও পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত মৌমা দাস , এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ , এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার হিমাদ্রী ভূষণ চন্দ ও এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্তরা মজুমদার সহ ক্রিড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রথমেই উপস্থিত অতিথিদের উত্তরিয় পরিয়ে ও হাতে স্মারক তুলে দিয়ে সন্মানিত করা হয়, সাথে তুলে দেওয়া হয় ক্লাবের তরফে আজীবনের সদস্য কার্ডও।পরে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের অনুভূতির কথা তুলে ধরে বলেন ক্রিড়া ক্ষেত্রে মধ্যমগ্রাম বরাবরই নাম আছে , তবে অভাব ছিলো টেবিল টেনিস আর ব্যাডমিন্টন একাডেমির আজ সেটাও পুরণ হয়ে গেল, পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত মৌমা দাস তার বক্তব্যে বলেন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে, এবং আগামী দিনে এই স্পোর্টস একাডেমির যে কোনো ধরনের দরকারে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন মৌমা দাস । ব্যাডমিন্টন এবং টেবিল টেনিসে নতুন নতুন প্রতিভা উঠে আসবে এবং তারাও আগামী দিনে বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করবে বলে আশা করছেন ক্লাবের সাথে যুক্ত কোচ ও অন্যান্য সদস্য ও সদস্যারা। এই স্পোর্টস কমপ্লেক্সের একতলায় রয়েছে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা, দোতলার সেগমেন্টে বসবে জিম এবং তিনতলায় থাকছে টেবিল টেনিস খেলার ব্যবস্থা। এই ক্লাবেরই নিজস্ব একটা পুকুর আছে , আগামী দিনে ক্লাবের পক্ষ থেকে সেটাকে আধুনিক সুইমিং পুল তৈরীর পরিকল্পনা আছে বলেও সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। মধ্যমগ্রামের এল আই সি টাউনশিপের ভেতরে এই ধরনের একটা উদ্যোগ নিঃসন্দেহে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েদের টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন খেলার প্রতি এক সহজাত আগ্রহ তৈরী করবেই। পাশাপাশি শুধু ছাত্র ছাত্রীরাই নয় ,এই ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস একাডেমিতে এসে পরবর্তী সময়ে যে কেউই খেলতে পারবে বলেও সাংবাদিকদের কাছে জানানো হয়েছে। অঞ্জলী চন্দ স্মৃতি টেবিল টেনিস একাডেমিতে কোচ স্বরূপ বৈদ্যর তত্ত্বাবধানে শুরু হবে টেবিল টেনিস একাডেমি। এই টেবিল টেনিস একাডেমির এডমিশান ফি হিসেবে ধার্য করা হয়েছে ছশো টাকা আর মান্থলি সাবস্ক্রিপশন ফি হিসেবে ধার্য করা হয়েছে পাঁচশো টাকা। অন্যদিকে স্বদেশ ভূষন চন্দ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমির ফি ধার্য করা হয়েছে দু হাজার টাকা, সাবস্ক্রিপশন ফি হিসেবেও ধার্য করা হয়েছে ঐ একই অঙ্কের অর্থ। ব্যাডমিন্টন কোচের ভূমিকায় থাকবে আশীষ চক্রবর্ত্তী।পরে তিনতলায় অঞ্জলী চন্দ স্মৃতি টেবিল টেনিস একাডেমিতে রথীন ঘোষ এবং মৌমা দাস অল্প সময়ের জন্য দুজনেই হাতে ব্যাট তুলে নেন। একই ভূমিকায় দেখা যায় মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষকেও। স্বদেশ ভূষন চন্দ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমির ঠিক বাইরেই পর্দা সরিয়ে একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ।। সাথে ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান।পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রথীন ঘোষ এই উদ্যোগের ভুয়সী প্রশংসাও করে বলেন মধ্যমগ্রামে টেবিল টেনিস খেলার একটা ঘাটতি ছিলো আজ সেই খাটতিটাও পুরণ হয়ে গেল, পাশাপাশি আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস সংবাদমাধ্যমকে জানান তিনি মধ্যমগ্রামের মেয়ে হয়েও একটা সময়ে তাকে সাইতে যেতে হতো প্র্যাকটিস করার জন্য, এবং সংবাদমাধ্যমকে তিনি আরও জানান মধ্যমগ্রামে টেবিল টেনিসের চলটা কম ,এটা দীর্ঘমেয়াদী খেলা বলে অনেকে আসতে আগ্রহ পায় না,যতোটা ক্রিকেট ফুটবলে পায়, তবে আশা করছি এখন থেকে আশেপাশের এলাকার অনেকেই আগ্রহী হবে টেবিল টেনিসের প্রতি,এদিন মৌমার ডাকে সাড়া দিয়ে জাতীয় দলের বেশ কয়েকজন টেবিল টেনিস খেলোয়াড় এসেছিলেন একাডেমিতে। এছাড়াও দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়ে অঞ্জলী চন্দ স্মৃতি টেবিল টেনিস একাডেমির কোচ স্বরূপ বৈদ্যর বলেন এই একাডেমির ব্যাপারে। মধ্যমগ্রামের এল আই সি টাউনশিপের ভেতরে জীবনদীপ স্পোর্টস এন্ড কালচারাল এ্যাসোসিয়েশন পথ চলা শুরু হলো ভবিষ্যতের প্রতিভা তৈরীর গুরু দায়িত্ব মাথায় নিয়ে।
নিউজ এক ঝলকে
স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি টাউনশিপে
94%

















