আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ চলন্ত মেট্রো রেলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করায় ব্যাহত হয় মেট্রোরেল পরিষেবা। ঘটনায় ভোগান্তির শিকার হন বহু যাত্রী। রবিবার নেতাজি ভবন স্টেশনে ঘটনাটি ঘটে। অন্যান্য দিনের তুলনায় রবিবার ছুটির দিন হওয়ায় খানিক স্বস্তি পান অফিস যাত্রীরা। মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ৬:৩২ মিনিট নাগাদ মেট্রো নেতাজি ভবন স্টেশনে ঢোকার মুখে, এক ব্যক্তি সেই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। চালক ট্রেন থামানোর চেষ্টা করেন। ঘটনার সাথে সাথে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। লাইনে ঝাঁপ দেওয়ার গুরুতর জখম হয় ওই ব্যক্তি। তৎপরতার সাথে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনার জেরে আপ ও ডাউন দুই লাইনের ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ঘটনার পর ময়দান ও মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) এর মাঝে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ওই সময় প্রায় ঘন্টাখানেক ধরে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা মিলছিল। পরে সন্ধ্যা ৭:২২ মিনিট নাগাদ সম্পূর্ণ পথে পরিষেবা চালু হয়েছে বলে মেট্রোর তরফেই জানানো হয়। কলকাতা মেট্রোর ব্লু লাইনে অতীতেও বহুবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। কয়েকদিন পূর্বেও নেতাজি ভবন স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ছিলেন এক যাত্রী। কিন্তু বারবার কেন ব্লু লাইনেই আত্মহত্যার ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা
0%

















