পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ ম্যাগাজিন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন এক ব্রিটিশ মুদ্রক তার নাম ছিলো ওয়েন্টার কেভ, আদতে ম্যাগাজিন শব্দ মানে বারুদশালা, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যেখানে তাদের লেখালেখি করে হাত পাকায় এমনই পাঁচশো লিটিল ম্যাগাজিনের টেবিল নিয়ে ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি ও বাংলা আকাদেমির সহযোগিতায় শুরু হয়েছে পাঁচদিনের লিটিল ম্যাগাজিন মেলা। ৯ ই জানুয়ারি একতারা মুক্তমঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ব্রাত্য বসু জলে ফুল ছিটিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। মঞ্চে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত বর্ষিয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, ছিলেন সাহিত্যিক আবুল বাশার ,কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, কবি অধ্যাপক সুবোধ সরকার ও প্রসুন ভৌমিক, মঞ্চে প্রথমে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সহজিয়া গানের দল। বন্দেমাতরম এর ওপর এক বই প্রকাশ করেন ব্রাত্য বসু সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট কবি ও লেখক লেখিকাদের হাতে তুলে বিভিন্ন লেখক লেখিকাদের নামাঙ্কিত পুরষ্কার। এছাড়াও বিভিন্ন লিটিল ম্যাগাজিনের সম্পাদকদেরও এদিন সম্মানিত করা হয়। লিটিল ম্যাগাজিন ও সাহিত্য উৎসবের প্রথম দিন গগনেন্দ্র শিল্প প্রদর্শশালাতে মহাশ্বেতা দেবীর ওপর এক প্রদর্শনীর উদ্বোধন করেন ব্রাত্য বসু ।মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
ভিডিও
পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা
93.5%

















