জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস গ্রামীণ কমিটির সভাপতি শিবমাল্য বসু বারাসাতে এক সাংবাদিক বৈঠকে মনরেগা বাঁচাও সংগ্রামের উদ্দেশ্যে জেলা জুড়ে আন্দোলনের ডাক দেন। যারা ১০০ দিনের কাজের মজুরী দিতে পারেন না তাদের ১২৫ দিন কাজ দেওয়ার তীব্র সমালোচনা করেছেন। গ্রামে তৃণমূলের অত্যাচারে ঘুমিয়ে থাকা কংগ্রেস কর্মীরা আবার সক্রিয় ভূমিকা নিচ্ছেন বলেও জানালেন। রাজ্য ও কেন্দ্রিয় সরকারের বিভিন্ন কাজ ও দুর্নীতি সহ এমজিএনআরইজিএ নাম পরিবর্তন করে কেন্দ্র যে ভাবে ভিবি- জি রাম- জি নাম দেওয়া হয়েছে তা’ জাতির জনক মহাত্মা গান্ধীর অপমান বলে অভিহিত করেন।

















