ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ ডিজিটাল অ্যারেস্ট এর নামে এক ব্যাক্তির সাথে কোটি টাকার প্রতারণা করার অভিযোগের তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে কলকাতার নেতাজিনগর থানা এলাকার এক বাসিন্দা নেতাজিনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন এই মর্মে যে, আচমকা ফোন মারফত ডিজিটাল অ্যারেস্ট এর ভয় দেখিয়ে ওই ব্যাক্তির অ্যাকাউন্ট থেকে প্রায় ১ কোটি ৭৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লালবাজার। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার নদীয়া জেলার হাঁসখালি থানা এলাকায় হানা দেয় পুলিশ। অভিযান চালিয়ে হাঁসখালি এলাকা থেকে দেবতনু সরকার এবং সৌরভ বিশ্বাস নামে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ৪টি পাসবুক, চেকবুক, ৬টি এটিএম, একটি হার্ডওয়্যার ওয়ালেট, ৩ হাজার ৮ শত ডলারের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, ধৃতদের মোবাইল ঘেটে বেশ কিছু সন্দেহজনক নথিও হাতে এসেছে বলে জানায় তদন্তকারীরা। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী বিভিন্ন ধারায় এফআইআর রুজু করে আদালত মারফত ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃতরা কতদিন যাবত প্রতারণামূলক কাজের সাথে যুক্ত, কত জনের সাথে কিভাবে তাঁরা প্রতারণা করেছে, তাঁদের ওই কাজের সাথে আর কেউ কোনওভাবে যুক্ত কিনা ইত্যাদি নানান প্রশ্নের যথাযথ উত্তর তদন্ত সাপেক্ষে পাওয়া সম্ভব হবে বলে জানায় পুলিশ।
ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২
99%

















