ওয়ার্কশপে মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ এক মৃৎশিল্পীর ওয়ার্কশপে হানা দিয়ে প্রায় ৭০ টি প্রতিমা নষ্ট করে একদল দুষ্কৃতি। ঘটনায় আতঙ্কের ছায়া এলাকায়। ঘটনার তদন্তে নামে পুলিশ। নদীয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত সর্বানন্দীপাড়ার লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ বছর ধরে নিজের ওয়ার্কশপে প্রতিমা তৈরীর কাজ করে চলেছেন স্থানীয় মৃৎশিল্পী জয়ন্ত দাস। সামনেই অনুষ্ঠিত হবে সরস্বতী পূজো। সেই উপলক্ষে প্রতিমা তৈরীর কাজ চলছিল পুরোদমে। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে কর্মসূত্রে তিনি নিজ ওয়ার্কশপে আসতেই হকচকিয়ে যান। মাথায় হাত দিয়ে হতাশাগ্রস্ত হয়ে মাটিতে বসে পড়েন তিনি। দেখা যায়, মাটিতে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে তাঁরই হাতের তৈরি কালী ও সরস্বতী প্রতিমা। কিন্তু এমন ঘটনা ঘটলো কিভাবে? প্রশ্ন উঠতেই মৃত শিল্পী জানান, মঙ্গলবার স্থানীয় অমিত দাস নামে এক ব্যক্তি তাঁর কারখানায় এসে ঝামেলা করে এবং তাঁকে দেখে নেওয়ার হুমকিও দেয়। বুধবার সকালে ওয়ার্কশপে এমন লন্ডভন্ড অবস্থা দেখে, এহেন কাজ ওই ব্যাক্তিই করেছে বলে অভিযোগ জানান তিনি। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কাও প্রকাশ করেন ওই শিল্পী। মৃৎ শিল্পীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্তদের সনাক্ত করা গেছে। স্থানীয় অমিত দাস এবং তাঁর ভাই অসিত দাস মৃৎ শিল্পীর ওয়ার্কশপে তান্ডব চালিয়েছে, সিসিটিভি ফুটেজে তা স্পষ্ট। তবে ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে ঘটনার কথা চাউর হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি, রাজ্য সরকারের আইনশৃঙ্খলার দিকে আঙুল তুলেছেন। অন্যদিকে ঘটনাটিকে পারস্পরিক বিবাদ বলে আখ্যা দিয়েছে তৃণমূল। অভিযুক্তরা এখনও অধরা থাকায়, বর্তমানে এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা। কোনোরূপ অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ওয়ার্কশপে মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই
0%

















