মধ্যমগ্রামের বিবেক মেলা উদ্বোধনে রাজ্যপাল
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ প্রতি বছরের মতো এবারও বিবেক চিন্তন ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে ছয় দিনের বিবেক মেলা। এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করেছে এই বিবেক মেলা। শুরুটা সাতই জানুয়ারি হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয় আটই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় । ছয় দিনের এই বিবেক মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, মিশনের মহারাজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। ছয় দিনের এই বিবেক মেলায় প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যপাল। রাজ্যপালকে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই বিভিন্ন কৃতিদের হাতে বিবেক সম্মানে সম্মানিতদের হাতে স্মারক তুলে দেন রাজ্যপাল। স্বামীজির বিভিন্ন আদর্শের দিক তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানের পরে এক প্রেস মিটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন করেন রাজ্যপাল। রাজ্যে ইডির হানা নিয়ে রাজ্যপালকে সাংবাদিকরা প্রশ্নে বিচারাধীন বিষয়ে কোন মন্তব্য না করলেও বিনাশ কালে বিপরীত বুদ্ধি বলে রাজ্য সরকারের সমালোচনা করেন। বিবেক চিন্তন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বিবেক মেলা চলবে বারোই জানুয়ারি পর্যন্ত।নিউজ এক ঝলকে
মধ্যমগ্রামের বিবেক মেলা উদ্বোধনে রাজ্যপাল
93%

















