Banner Top

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল

                                                                        দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  বর্তমানে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস সহ প্রায় সবকিছুরই মূল্য আকাশছোঁয়া। স্বভাবতই নাজেহাল পরিস্থিতির শিকার খেটে খাওয়া সাধারণ মানুষেরা। এমন পরিস্থিতিতে আচমকা অনির্দিষ্টকালের জন্য একটি জুট মিল বন্ধ রাখার নোটিশ জারি হওয়ায়, কর্মহীন হয়ে পড়ে বিক্ষোভে সামিল হয় ওই জুটমিলের প্রায় হাজার খানেক কর্মী। এরপরই ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, বিক্ষোভকারীরা পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার বেলঘড়িয়া থানার অন্তর্গত বিটি রোড সংলগ্ন কামারহাটি-র ‘প্রবর্তক জুট মিলস লিমিটেড’ এর সামনে এমনই দৃশ্য ধরা পড়ে। বিক্ষোভকারীদের কথায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে কামারহাটির ‘প্রবর্তক জুট মিলসে’ কাজে যান শ্রমিকরা। কিন্তু কর্মস্থলে প্রবেশ করতে গিয়ে তাঁদের নজরে আসে, মালিকপক্ষের তরফে জুটমিলস এর গেটে ঝোলানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য ‘প্রবর্তক জুট মিলস লিমিটেড’ বন্ধের নোটিশ। শ্রমিকেরা জানায়, কারখানায় কাঁচা পাট মজুত রয়েছে। এতদিন যাবত কাজও ঠিকমতো চলছিল। তাহলে মিলসটির গেট কি কারণে বন্ধ করা হল, সে বিষয়ে কিছুই জানানো হয়নি বলেই দাবি শ্রমিকদের। এ নিয়েই সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আর কর্ম হীন হয়ে সংসার চালানো, শিশুদের স্কুলে ভর্তি, তাঁদের পড়াশোনা কিভাবে করাবেন- এই আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা। যার জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় নাকাল হতে হয় পথচলতি মানুষদের। খবরটি সম্প্রচারিত হতেই বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন কর্ম হারানো শ্রমিকেরা। পরবর্তিতে বিক্ষোভ তুলে নেয় তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে মিলস চালু করতে হবে নতুবা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে হুঁশিয়ারিও দেন ক্ষুব্ধ শ্রমিকেরা। এ প্রসঙ্গে ‘প্রবর্তক জুটমিলস লিমিটেড’ কর্তৃপক্ষ দাবি করেন, বর্তমানে কাঁচা পাটের দাম অনেকটাই বেশি। এই অবস্থায় কারখানা চালানো রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনও অশান্তি না হয়, সেদিকে লক্ষ্য রেখে কারখানার গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment