Banner Top

শিয়ালদহে পালিত হল ‘সংবিধান দিবস’

                                                                   দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  ১৯৪৯ এর ২৬ শে নভেম্বর সংবিধানের খসড়া গৃহীত হয়েছিল। সংবিধান সভার সভাপতি হিসেবে তাতে সই করেছিলেন বি আর আম্বেদকর। প্রতিবছর ২৬ শে নভেম্বর দিনটি সরকারিভাবে ‘সংবিধান দিবস’ (যা জাতীয় আইন দিবস নামেও পরিচিত) হিসেবে পালন করা হয়। ২০১৫ সালের ১৯শে নভেম্বর এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ শে নভেম্বর তারিখটিকে ‘সংবিধান দিবস’ হিসেবে ঘোষণা করে ভারত সরকার। ওই বছরের ১১ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী মুম্বাইয়ের দাদারে বি আর আম্বেদকরের স্ট্যাচু অফ ইকুয়ালিটি ভিত্তি প্রস্তর স্থাপনের সময় ‘সংবিধান দিবস’ পালনের কথা ঘোষণা করেন। সেই মত ২০২৫ এর ২৬ শে নভেম্বর বুধবার পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ আনুষ্ঠানিক ভাবে যথাযথ মর্যাদা, শপথবদ্ধতা ও দেশপ্রেমের আবেগে ‘সংবিধান দিবস’ পালন করে। অনুষ্ঠানটি ছিল মূলত ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ সহ সংবিধানের মৌলিক মূল্যবোধের প্রতি রেলকর্মীদের অঙ্গীকারের পুনঃপ্রতিশ্রুতি। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদার সঙ্গে শিয়ালদহের ডিভিশনাল নিউ মিটিং হলে অনুষ্ঠিত হয়। এদিন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ‘রাজীব সাক্সেনা’ একটি বিশেষ প্রস্তাবনা পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন। এদিনের অনুষ্ঠানে বহু এডিআরএম, বিভিন্ন শাখার আধিকারিক এবং বিপুল সংখ্যক রেলকর্মী অংশগ্রহণ করে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করে শপথ গ্রহণ করেন। পরিশেষে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম ‘রাজিব সাক্সেনা’ তাঁর বক্তব্যে ২৬ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য বিশেষত জনসেবা-মূলক প্রতিষ্ঠান হিসেবে রেলওয়ে কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন।
শিয়ালদহে পালিত হল 'সংবিধান দিবস'
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment