সম্প্রীতির উদ্যোগে গ্ৰন্থাগার
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ বড়ো দিনের দিন সকালে পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যমগ্রামের এক সরকারি স্কুলের বিপরীতে উদ্বোধন হয়ে গেল সম্প্রীতির উদ্যোগে গ্ৰন্থাগার ।তবে এই গ্রন্থাগারের ভাবনা দানা বেঁধেছিলো কয়েকজন অবসর প্রাপ্ত প্রবীণ নাগরিকদের মধ্যে। বিভিন্ন ধরনের আলোচনার মাধ্যমে ও প্রতিদিনের আড্ডা দিতে দিতে পথের ধারে এই গ্ৰন্থাগারের পরিকল্পনা বলে জানান সম্প্রীতির কর্ণধার দীপক দাস। মধ্যমগ্রাম সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন সাংস্কৃতিক ও স্থানীয় লেখক লেখিকারা তাদের বই ও পত্রিকা দিয়েও সাহায্য করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অরবিন্দ মিত্র । তিনি তার বক্তব্যে বলেন আগামী দিনে যাতে এই গ্ৰন্থাগারের পরিকল্পনা ও আলমারির সংখ্যা বৃদ্ধি পায়
পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বড়ো দিনের সকালে পথের ধারে এই গ্ৰন্থাগারের জন্য অনেকেই বই ও পত্রিকা তুলে দেন। অভিনব এই গ্ৰন্থাগার গড়ে তোলা হয়েছে যাতে বইএর প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পায় । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম ও পাশ্ববর্তী এলাকার বিভিন্ন লেখক ও লেখিকারা। প্রত্যেকেই তাদের বক্তব্যের মধ্যে বর্তমানে এই অস্হির সময়ে বইএর প্রতি আগ্রহী হতে মানুষকে আহ্বান জানান । তাদের বরণ করা হয় ফুলের তোড়া দিয়ে ও উত্তরিয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। সম্প্রীতির কর্ণধার দীপক দাস দাবদাহ ডিজিটালকে জানান বড়ো দিনের দিন মোট একশো থেকে একশো কুড়িটা মতো বই এদিন জমা পড়েছে সম্প্রীতি আয়োজিত পথের ধারে এই গ্ৰন্থাগারের জন্য। বই ঘিরে এখন প্রতিদিনই আড্ডা জমবে মধ্যমগ্রাম স্টেশনের কাছে পথের ধারে এই গ্ৰন্থাগারে।
সম্প্রীতির উদ্যোগে গ্ৰন্থাগার
0%

















