বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্যান্সার সচেতনতা শিবির
আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন সিপিডি আরের
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, পার্থ ভট্টাচার্যঃ সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনা মানব অধিকার সংস্থা আয়োজিত মধ্যমগ্রামে রবীন্দ্র স্মারক মঞ্চে ৭৮তম আন্তর্জাতিক মানব অধিকার দিবস পালিত হয়। এই মঞ্চে সকালে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য রক্ত চক্ষু ও ক্যান্সারের সচেনতা শিবির মধ্যমগ্রামের হার্ট ল্যান্ড হসপিটালে যশোর রোডের উপর অবস্থিত এই হসপিটালের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য ও রক্ত পরীক্ষা করা হয় ডক্টর সুব্রত দাস মেডিসিনের ডাক্তার সকল রোগীদের নানা ধরনের চিকিৎসার পরামর্শ দেন এছাড়াও ওই হসপিটালের পাবলিক রিলেশন অফিসার সুব্রত রায় যাতে হসপিটালে নানা ধরনের চিকিৎসার বিবরণ দিয়ে থাকেন এছাড়াও দন্ত চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ পাল উপস্থিত থেকে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করেন ডক্টর রাজরসি গোস্বামী কনসাল্টেন্ট কারকি নস ম্যাডিলা অনকোলজিস্ট ইনস্টিটিউট পক্ষ থেকে তার বক্তব্য রাখেন সহানুভূতিশীল, আধুনিক এবং সাশ্রয়ী ক্যান্সার চিকিৎসা করা হয়ে থাকে প্রাথমিক পর্যায় যদি ক্যান্সার শনাক্তকরণ করা সম্ভব হয় তাহলে মানুষের জীবন বাঁচানো সম্ভাবনা থাকে এখানে স্বাস্থ্য সাথীর মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা আছে রেডিয়েশন অনকোলজি মেডিকেল অনকোলজি সার্জিক্যাল অনকোলজির মতো অনেক চিকিৎসা এখানে করা হয় এই শিবিরের হসপিটালে তরফ থেকে উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার মুন্না দত্ত বিটি রোডের কামারহাটিতে অবস্থিত এই ক্যান্সার হসপিটালটি l চক্ষু পরীক্ষার জন্য চক্ষু বিশেষজ্ঞ সেন্টার ফর সাইট মধ্যমগ্রাম শাখার উপস্থিত ছিলেন অনেক রোগী ওনাকে চক্ষু দেখিয়ে থাকেন। এই সিপিডিয়ার ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটসের সভাপতি ডক্টর হেমন্ত কুমার মজুমদার ও সম্পাদক উত্তম কুমার এই পুরো অনুষ্ঠানটির দেখভাল করেন অনেক সদস্য ও সদস্যরা শিবিরে উপস্থিত ছিলেন। এরপর সান্ধ্যকালীন অনুষ্ঠান শ্রুতি নাটক নাচ গান কবিতায় স্থানীয় শিল্পীরাই এই অনুষ্ঠানে প্রাধান্য পায় বলে জানা যায়।
৭৮তম আন্তর্জাতিক মানব অধিকার দিবসে বিনামূল্যে চিকিৎসা
0%

















