Banner Top

পরিবেশ সচেতনতা মেলার পদযাত্রা ‌

                                                     দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম,  সুমাল্য মৈত্রঃ  যাহারা‌ তোমার বিষইছে বায়ু /   নিভাইছে তব আলো /  তুমি কি তাদের ক্ষমা করিয়াছ /  তুমি কি বেসেছো‌ ভালো‌। – সেই কোন কালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর এই সৃষ্টির মধ্য দিয়েই মানব মনে‌ পরিবেশ সচেতনতা ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন।
 মধ্যমগ্রাম পুরসভা পরিচালিত পরিবেশ সচেতনতা মেলা এই কবিতাটার‌ই ইঙ্গিত বহন করছে‌। ২০ ডিসেম্বর শনিবার সকালে পরিবেশ সচেতনতা মেলা শুরুর চার দিন আগেই এক বর্ণাঢ্য পদযাত্রা মধ্যমগ্রাম চৌমাথার রাজপথ অতিক্রম করেন‌। পদযাত্রায় ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ, ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ , ছিলেন অরবিন্দ মিত্র সহ এলাকার বিভিন্ন মিডিয়াম স্কুলের ছাত্র ও ছাত্রীরা‌। ব্যান্ড পার্টি ও প্ল্যাকার্ড হাতে নিয়ে পদযাত্রা শুরু হয় মধ্যমগ্রাম চৌমাথা থেকে সোদপুর রোড ধরে। চারিদিকে অবাধে বৃক্ষ নিধন পুকুর ভরাট থেকে কলকারখানা দুষিত পদার্থ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে‌। মধ্যমগ্রাম পুরসভা পরিচালিত এই পরিবেশ মেলা আগামী দিনে পরিবেশ সচেতনতার পাঠ‌ দিয়ে আসছে বছরের পর বছর। এই ধরনের মেলার আয়োজন উত্তর চব্বিশ পরগনা জেলার পার্শ্ববর্তী শহর মধ্যমগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে বছরের পর বছর। ২০২৫ সালের পরিবেশ সচেতনতা মেলা অনুষ্ঠিত হবে নেতাজী সুভাষ ময়দানে চব্বিশে ডিসেম্বর থেকে আঠাশে‌ ডিসেম্বর। পাঁচদিন ধরে মেলার পাশাপাশি থাকছে বিভিন্ন শিল্পীদের সাংস্কৃতিক ‌অনুষ্ঠান‌ও।
পরিবেশ সচেতনতা মেলার পদযাত্রা ‌
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment