বাংলাদেশে হিন্দু ভাইয়ের নৃশংস হত্যার প্রতিবাদে মিছিল
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল ক রঃ বাংলাদেশী হিন্দু বাঙালি ভাই দীপু চন্দ্র দাসের নিশংস হত্যার বিরুদ্ধে আজ খড্ডা হিন্দু সনাতন ঐক্য মঞ্চ এক প্রতিবাদ মিছিল করতে দেখা গেল খড়দহের বিটি রোডে এবং খড়দহের থানায় একটি ডেপুটেশন জমা দিলেন এছাড়াও খড়দহ হিন্দু সনাতিন ঐক্যমঞ্চ তরফ থেকে বেশ কিছুক্ষণ বিটি রোডে অবরুদ্ধ করে টায়ার পুড়িয়ে অবরোধ করতে দেখা যায় খড়দা হিন্দু সনাতের ঐক্য মঞ্চের পক্ষ থেকে ভক্তি বিশ্বাস বলেন নিরীহ হিন্দু সনাতনী দের বাংলাদেশে যে হবে নির্যাতন করা হচ্ছে তারই প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন আমরা বাংলাদেশে আর কোন হিন্দু সনাতনকে যাতে নির্যাতিত হতে না হয় বাংলাদেশ সরকারকে তারই একটি বার্তা দেওয়ার জন্যই আজকের এই মহা বিক্ষোভ খড়দহের থানার সামনে এরপর বিক্ষোভ অনুষ্ঠান থেকেই বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ইউনুস প্রতিচ্ছবি এবং জুতোর বাড়ি মারতে দেখা যায়। ও তার কুশপুত্রিকা দাহ করা হয়। বিলম্বেই বাংলাদেশ সরকারকে হিন্দু নির্যাতন থেকে বন্ধ করতে হবে না হলে ও হিন্দু সনাতন ঐক্য মঞ্চ বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে জানান ভক্তি বিশ্বাস।

















