Banner Top

খড়দহ বইমেলার উদ্বোধন চলবে বড়দিনেও

                                                            দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ   উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ বইমেলার এ বছরে ২৬ তম বর্ষে পদার্পণ করলো।  প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে  এই বইমেলার  শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ দমদম লোকসভার সাংসদ  সৌগত রায় ও  খড়দহ পৌরসভার পৌরপ্রধান নিলু সরকার। এই বইমেলা অনুষ্ঠানটিকে ঘিরে প্রায় ২২ বইয়ের  স্টল দেখা যায়;  মেলাকে ঘিরে রাস্তার দু’ ধারে  বিভিন্ন দোকান-পাট বসতে দেখা যায়।  উল্লেখ্য,  জন্ম শতবর্ষে ঋত্বিক ঘটক ও সুকান্ত ভট্টাচার্য নামিত এই  মঞ্চ থেকে বিভিন্ন ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন ও বিভিন্ন ধরনের ছোট ছোট অনুষ্ঠান এই মঞ্চে অনুষ্ঠিত হয়। এবং খড়দহের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সমগ্র অনুষ্ঠানটিকে  চোখে পড়ার মতন এক অন্য মাত্রায় এনে দেয় বলে জানা যায়।  প্রতিবারের মত এবারও খড়দহ রহড়া গর্ভমেন্ট কলোনি মাঠে এই বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা চলবে ২৫ তারিখ পর্যন্ত।
খড়দহ বইমেলার উদ্বোধন চলবে বড়দিনেও
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment