গঙ্গা যমুনা নাট্যোৎসব
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন নাটকে লোক শিক্ষে হয় সেই ধারাকে পাথেও করেই অনীক আয়োজিত গঙ্গা যমুনা নাট্যোৎসবের শুভ সূচনা হলো উনিশে ডিসেম্বর শুক্রবার মধ্যমগ্রাম পুরসভার নজরুল শতবার্ষিকী সদনে। অনীকের এই নাট্যোৎসব এবার আঠাশ বছরে পদার্পণ করলো। শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে আঠাশ তম গঙ্গা যমুনা নাট্যোৎসবের শুভ উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেতা শংকর চক্রবর্তী। এই নাট্যোৎসব চলবে উনিশে ডিসেম্বর শুক্রবার থেকে ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার পর্যন্ত। এই আটদিনে পরিবেশিত হবে মোট আটটা নাটক। সহযোগিতায় আছেন মধ্যমগ্রাম পুরসভা ও বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন।
গঙ্গা যমুনা নাট্যোৎসব মধ্যমগ্রামে
98%

















