লেপচা ভাষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্তর দাবিতে পদযাত্রা
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ ভাষার জন্য আন্দোলন আজ থেকে নয় , ওপার বাংলায় যেমন মাতৃভাষার দাবিতে আন্দোলন হয়েছিলো, তেমনি হয়েছিলো উনিশে মে আসামের বরাক উপত্যকায়। ভাষা নিয়ে আন্দোলনের সুদীর্ঘ ইতিহাস আজকের নয় সেই ভাষাকেই কেন্দ্র করেই এবার রাস্তায় নামলো সুদুর পাহাড় থেকে নেমে আসা আন্দোলনরত একদল। কার্লিংপং থেকে তাদের যাত্রা শুরু হয়েছিলো কলকাতা অতিক্রম করে তাদের অভিমুখ এবার জেলা শহর বারাসাতের দিকে। বুধবার সকালে প্লেকার্ড ও ব্যানার সহযোগে পদযাত্রা করে তারা বারাসাতের ডিএম অফিস পর্যন্ত যায় ডেপুটেশন জমা দিতে , তাদের দাবি লেপচা ভাষাকে স্কুল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে , এই কারণেই তাদের পদযাত্রা। এখন দেখার বিষয় এই দাবি তাদের কতোখানি ফলপ্রসূ হয়।
লেপচা ভাষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্তর দাবিতে পদযাত্রা
0%

















