Banner Top

আত্মজীবনী মূলক ব‌ই প্রকাশ ও আলোচনা 

                                             দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ   মঙ্গলবার ষোলোই ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে সফল ভাবে অনুষ্ঠিত হয়ে গেল শ্রীদেব মুখার্জীর লেখা ব‌ই  A   memoir Autobiography । মূলত এই আত্ম জীবনী মূলক ব‌ইতে  উঠে এসেছে নিজের জীবনের অনুপ্রেরণামূলক গল্পগুলোকেই‌। খুব সাধারণ ভাবে শুরু করে সুদূর সিঙ্গাপুরে আন্তর্জাতিক শিপিং শিল্পের একজন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় এবং ব্যক্তি হয়ে ওঠার পথচলা  পাশাপাশি ব‌ইটাতে তার জীবনের সংগ্রাম কঠোর পরিশ্রম সততা মানুষের পাশে থাকার কথাও উঠে এসেছে ব‌ইটার পাতায় পাতায় ‌। তুলে ধরা হয়েছে শিপিং জগতে তার অবদানের কথাও‌। মঙ্গলবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবের ছোটো হলে এই ব‌ই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সৈয়দ হাসমত জালাল/ প্রখ্যাত শিপিং বিশেষজ্ঞ এবং বরুণ‌ পুরস্কার প্রাপ্ত সব্যসাচী হাজরা এবং উদিয়মান সরোদ শিল্পী অর্ণব ভট্টাচার্য ‌। অনুষ্ঠানের অন্যতম উদ্বোধক সৈয়দ হাসমত জালাল আজকের দিনে মূল্যবোধ এর ওপরে এক চমৎকার বক্তব্য রাখেন ‌।সব মিলিয়ে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান ছিলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ ‌।
আত্ম জীবনী মূলক ব‌ই প্রকাশ ও আলোচনা 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment