বিজয় দিবস স্মরণ অনুষ্ঠান
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে স্মরণ করে এক স্মরণ অনুষ্ঠান হয়ে গেল মঙ্গলবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য/ জাতীয় শিক্ষক সূর্যাশু ভট্টাচার্য/ অধ্যাপিকা দিপিকা মজুমদার/ হেলালউদ্দিন/ প্রখ্যাত কবি শিশু সাহিত্যিক সাংবাদিক আসলাম সানী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সাংবাদিক সুমি খান। এদিনের মহান বিজয় দিবসের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা তুলে ধরেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। সাংবাদিক সুমি খান এবং আসলাম সানী দুজনেই দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়ে বলেছেন আবার নতুন সূর্য উঠবে এবং কয়েক লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই লাল সবুজ পতাকা। আসলাম সানী এবং সুমি খান বারংবার মাষ্টারদা সূর্যসেন/ প্রীতিলতা ওয়াদ্দেদার তাদের বীরত্বের কথাও তুলে ধরেন তাদের কথায়। যদিও সাংবাদিক সুমি খান দাবদাহ ডিজিটালকে জানান ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনও বিজয় দিবস পালন করে নি।আসলাম সানী ও সুমি খানের কথায় বারবার উঠে এসেছে বর্তমান বাংলাদেশের অস্থিরতার কথা।১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে মনে রেখে নানান ইতিহাস ও প্রসঙ্গ তুলে ধরেন উপস্থিত অতিথিরা। পরিবেশিত হয় অস্থির সময়ের ওপরে নাটক। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রবীণ সাংবাদিক দিলীপ চক্রবর্তী ও মুরাত হোসেন। সঞ্চালনায় ছিলেন অরুণ ভট্টাচার্য।
বিজয় দিবস স্মরণ অনুষ্ঠান
0%

















