গোবরডাঙ্গায় সার্ধশতকণ্ঠে ‘বন্দেমাতরম্’ দেশপ্রেমের অনন্য গৌরবগান
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: দেশপ্রেম ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ এক ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকল গোবরডাঙ্গা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দেমাতরম্’ গীতের সার্ধশতবর্ষ উপলক্ষে সোমবার, ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় ঐতিহ্যবাহী গোবরডাঙ্গা জমিদার বাড়ি প্রাঙ্গণে সংস্কার ভারতী উত্তর ২৪ পরগনা জেলার উদ্যোগে সার্ধশতকণ্ঠে ‘বন্দেমাতরম্’ গৌরবগান পরিবেশিত হয়। সতেরোটি বিভিন্ন সংগঠনের সদস্য ও বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন জাতীয় মিলনক্ষেত্রে। ভাবসংগীত, প্রদীপ প্রজ্বলন এবং ভারতমাতা ও বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা জমিদার বাড়ির পরিবারের সদস্য নয়ন প্রসন্ন মুখোপাধ্যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা সংঘচালক সুকুমার নাথ দিনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। জেলা সংগীত গোষ্ঠীর শিল্পীদের পরিবেশিত দু’টি দেশাত্মবোধক সংগীতের পর ১৫০ জন শিল্পীর কণ্ঠে অখণ্ড ‘বন্দেমাতরম্’ পরিবেশনে সমবেত জনতাও কণ্ঠ মেলান। সমগ্র অনুষ্ঠানটি দেশাত্মবোধে উদ্দীপ্ত এক স্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করে।
রথীন ঘোষের জন্মদিন
মন্ত্রীর জন্মদিনে এলাকাবাসীর অভিনন্দন


















