আই এন টিটি ইউ সির কর্মী সম্মেলন
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ রবিবার ১৪ ই ডিসেম্বর মধ্যমগ্রাম পুরসভার নজরুল শতবার্ষিকী সদনে অনুষ্ঠিত হয়ে গেল মধ্যমগ্রাম শহর আই এন টিটি ইউ সির কর্মী সম্মেলন । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য আই এন টিটি ইউ সির সভাপতি সাংসদ ঋতব্রত ব্যানার্জী, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, উপ পৌর প্রধান প্রকাশ রাহা এবং বারাসাত সংসদীয় জেলা আই এন টিটি ইউ সির সভাপতি তাপস দাশগুপ্ত সহ নেতৃত্ব। মূলত ছাব্বিশের বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে এগোতে চায় মধ্যমগ্রাম শহর আই এন টিটি ইউ সির সকলেই। এদিনের সম্মেলন থেকে বাংলার মনিষীদের অপমানের বিরুদ্ধে মঞ্চ থেকেই কড়া ভাষায় সমালোচনা করেন রাজ্য আই এন টিটি ইউ সির সভাপতি সাংসদ ঋতব্রত ব্যানার্জী, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, উপ পৌর প্রধান প্রকাশ রাহা, মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ উপস্থিত অতিথিরা এদিন প্রত্যেকেই কেন্দ্রের বিরুদ্ধে বাংলার মনিষীদের অপমানের কথাই তুলে ধরেন। এছাড়াও মধ্যমগ্রাম শহর আই এন টিটি ইউ সির সভাপতি সুকুমার মন্ডল তার বক্তব্যের মধ্যে দিয়ে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্কিম দা প্রসঙ্গ টেনে নিয়েও সমালোচনা করেন সকলেই। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ ঋতব্রত ব্যানার্জী, বিধায়ক ও মন্ত্রী রথীন ঘোষ এবং মধ্যমগ্রাম শহর আই এন টিটি ইউ সির সভাপতি প্রত্যেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। এবং আগামী দিনে মধ্যমগ্রাম বিধানসভা থেকে বিপুল ভোটে রথীন ঘোষকে জয়যুক্ত করার আহ্বান জানান উপস্থিত অতিথিরা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই কর্মীদের সাথে নেট প্র্যাকটিস সেরে নিলো শাসক দল।
ভিডিও সুমাল্য মৈত্র
নিউজ এক ঝলক
আই এন টিটি ইউ সির কর্মী সম্মেলন
98%

















