গোবরডাঙ্গায় হাবড়া নান্দনিকের নাট্য সন্ধ্যা
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: গত ৪ ডিসেম্বর গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের সহযোগিতায় হাবড়া নান্দনিকের উদ্যোগে অনুষ্ঠিত হল “এক সন্ধ্যায় দুটি নাটক” শীর্ষক নাট্যসন্ধ্যা। স্থানীয় নাট্যপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে মঞ্চস্থ হয় হাবড়া নান্দনিকের বহুল প্রশংসিত নাটক ‘আবু হোসেন’। বিশিষ্ট নাট্যকার বাদল সরকারের রচনায় ও দেবব্রত দাসের নির্দেশনায় পরিবেশিত এই প্রযোজনাটি সংগীত ও নৃত্যে সমৃদ্ধ এক জমজমাট পালা হিসেবে দর্শকদের মুগ্ধ করে। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত নাটকে নামভূমিকায় তিমির বিশ্বাসের অভিনয় বিশেষ প্রশংসা কুড়ায়। এরপর কাটিয়াহাট ময়ুখ নাট্য সংস্থা তাদের জনপ্রিয় নাটক ‘ভোরাই খেয়া’ মঞ্চস্থ করে। নির্দেশক লক্ষণ মণ্ডলের সাবলীল নির্দেশনা ও অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। নাটক শেষে হাবড়া নান্দনিকের পক্ষ থেকে লক্ষণ মণ্ডলের হাতে শুভেচ্ছা স্মারক ও একটি ফুলের টব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যনির্দেশক জীবন অধিকারী, বিশিষ্ট সাংবাদিক নীরেশ ভৌমিক, নাট্য অভিনেতা সুশান্ত বিশ্বাস, নৃত্যশিল্পী কৃষ্ণ বণিকসহ বহু বিশিষ্ট নাট্যমোদী।

















