পথশ্রী-রাস্তাশ্রী- ৪ প্রকল্পের সূচনা
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ পথশ্রী-রাস্তাশ্রী – ৪ প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নদীয়ার কৃষ্ণনগর থেকে প্রায় কুড়ি হাজার তিনশো কিলোমিটার রাস্তা সারা বাঙলা জুড়ে হবে। শহর অঞ্চলের রাস্তাঘাটের উন্নতির জন্য এই প্রকল্পের সূচনা হয়েছে । এদিকে মধ্যমগ্রাম পুরসভার ২৮ টা ওয়ার্ড এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ ।নিমাই ঘোষ দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়ে বলেন প্রত্যেকটা ওয়ার্ডের দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেছিলেন মধ্যমগ্রাম পুরসভার বিভিন্ন কাউন্সিলর সহ বিরোধীরা। ভার্চুয়ালি অনুষ্ঠানের পরে মধ্যমগ্রাম পুরসভার প্রবেশ দ্বারের সামনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের কথা তুলে ধরেন চেয়ারম্যান নিমাই ঘোষ, উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান প্রকাশ রাহা সহ উপস্থিত ছিলেন পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও।শুধু তাই নয় মধ্যমগ্রামের ১ থেকে ২৮ কোন কোন ওয়ার্ড এর রাস্তা নতুন করে হবে তার একটা তালিকাও তৈরি করে প্রবেশ পথে টাঙানো হয়েছে।
ভিডিও সুমাল্য মৈত্র
নিউজ এক ঝলকে
পথশ্রী-রাস্তাশ্রী- ৪ প্রকল্পের সূচনা
96%

















