Banner Top

ব্রিগেড প্যাটিস কান্ডে ধৃত ৩

                                                              দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ  গীতা পাঠ অনুষ্ঠানে আমিষ খাবার বিক্রি করায় ২ জন বিক্রেতাকে হেনস্তার অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতির সংসদ। সেখানে বিভিন্ন সংগঠনের সাধু-সন্ত ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা। গীতা পাঠ কর্মসূচি চলাকালীন ওই স্থানে নিপীড়িত হন দু’জন খাবার বিক্রেতা। অভিযোগ, চিকেন প্যাটিস বিক্রির অপরাধে হুগলির আরামবাগ থেকে আসা শেখ রিয়াজুল নামে এক বিক্রেতাকে বেধড়ক মারধর করা হয়। তাঁর কাছে একটি বক্সে থাকা প্রায় ৩ হাজার টাকার খাবার ফেলে নষ্ট করা হয়। অন্যজন তপসিয়ার বাসিন্দা মহম্মদ সালাউদ্দিনকে কান ধরে ওঠবস ও চড় মারা হয়েছে। এমনকি তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করাও হয়েছে বলে জানা যায়। ওই ঘটনার ভিডিও ও ছবি ওই দিনই দ্রুত ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। ওই ঘটনায় আহত হয়ে রিয়াজুল চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতলে গেলে, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এদিন প্যাটিস বিক্রেতার উপর দল বেঁধে হামলার ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের ভুমিকা নিয়ে ওঠে প্রশ্ন। প্রতিবাদের ঝড় ওঠে রাজ্যের সর্বত্র। দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় প্রতিবাদী মানুষজন। গীতা পাঠ অনুষ্ঠানে আমিষ খাবার বিক্রি করায় দল বেঁধে হামলার ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায়, বিক্রেতা দু’জন ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার ময়দান থানায় এফআইআর দায়ের করেন। আইনজীবী জানান- যে ঘটনাকে সুপ্রিম কোর্ট গণপিটুনি বলছে, রবিবার ব্রিগেডে সেই ঘটনাই ঘটেছে। ওই এফআইআর এর ভিত্তিতে তদন্তে নেমে ভাইরাল ভিডিও ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। পুলিশ জানায়, অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই ঘটনার জন্য ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯(২), ১২৬(২), ১১৫(২), ২৯৯, ৩৫১(৩), ৩২৩(২) ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করার পর উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানা এলাকার সৌমিক গোলদার, অশোকনগর থানা এলাকার স্বর্ণেন্দু চক্রবর্তী, হুগলি জেলার উত্তরপাড়া এলাকার বাসিন্দা তরুণ ভট্টাচার্য- এই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার গভীর রাতে ও বৃহস্পতিবার ভোরে তাঁদের গ্রেফতার করা হয়। এদিকে বৃহস্পতিবার নদিয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে এক সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাদের হেনস্তা করা প্রসঙ্গে বিজেপিকে একেবারে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “গীতা পাঠ আমরা সবাই করি। তার জন্য পাবলিক মিটিং করার কি আছে? সবকটাকে গ্রেফতার করা হয়েছে। এটা বাংলা, উত্তর প্রদেশ নয়। গরিব মানুষের রুটি রুজিতে কোপ বসালে মেনে নেব না। যার যা ইচ্ছে, তা-ই বিক্রি করে অর্থ উপার্জন করবে। কারও গায়ে হাত দেওয়া যাবে না। বাংলায় এমন সংস্কৃতি নেই।” ধৃতদের প্রসঙ্গে পুলিশ জানায়, ধৃত ওই তিনজন ৭ ডিসেম্বর, রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হলে আবেদন ম  করেন বিচারক।
ব্রিগেড প্যাটিস কান্ডে ধৃত ৩
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment