লক্ষ কন্ঠে গীতা পাঠ বিগ্ৰেডে
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ এতোদিন মানুষ বিগ্ৰেড গ্ৰাউন্ডে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ দেখতেই অভ্যস্ত। কিন্ত সাম্প্রতিক কালে রবিবার মহানগরী সাক্ষী থাকলো বিগ্ৰেড গ্ৰাউন্ডে এক অন্যরকম সমাবেশের। সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল পাচ লক্ষ কন্ঠের গীতা পাঠ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞানানন্দজী মহারাজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মভূষণ পরম পূজনীয় সাধ্বী ঋতম্ভরা, এছাড়াও ছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ,বাগেশ্বরধাম সরকার। এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন আগামী দিনের ভারতবর্ষের কোনায় কোনায় গীতার বাণীকে ছড়িয়ে দিতে হবে। দাবদাহ ডিজিটালের মুখোমুখি হয়ে এক সন্যাসী বলেন এই অনুষ্ঠানের আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে ধর্মের বোধকে জাগানো,সেই প্রবীন সন্যাসী আরও বলেন বুড়ো বয়সে ধর্ম হয় না। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এই বার্তা ছড়িয়ে পড়ুক তারা সেটাই চাই। অনুষ্ঠানে কার্তিক মহারাজও বলেন গীতার বিভিন্ন বাণীকে উদ্ধৃত করে বলেন আগামী দিনে গীতাকে ধরেই এগিয়ে যেতে হবে। মা বোন ভাই বোনদের মধ্যে যেনো গীতার বাণী কাজের মধ্যে ছড়িয়ে পড়ে সেটাই আসল লক্ষ্য। তিল ধারনের ঠাঁই ছিলো না বিগ্ৰেড গ্ৰাউন্ডে ।এই ব্যতিক্রমী এক উদ্যোগের সাক্ষী হিসেবে থাকলো শহরবাসী।
0%

















