দুদিন ব্যাপী সাহিত্য সংস্কৃতি উৎসব
দাবদাহ লাইভ, সল্টলেক সিটি, সুমাল্য মৈত্রঃ প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়ে গেল লিটিল ম্যাগাজিন ফোরামের ত্রয়োদশ বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি উৎসব । দুদিন ব্যাপী এই উৎসবের শুভারম্ভ হয়েছিল ২৯/১১/২০২৫ । লিটিল ম্যাগাজিন ফোরামের ত্রয়োদশ বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভাষাবিদ পবিত্র সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন নাট্যবিদ সৌমিত্র বসু , ডাঃ আশিস কান্তি হীরা, ফোরামের সভাপতি কমল দে সিকদার এবং সম্পাদক পিনাকী বসু,২৯ শে নভেম্বর উৎসবের প্রথম দিন জলের পাত্রে পুষ্প দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পবিত্র সরকার, সাথে ছিলেন ফোরামের সভাপতি কমল দে সিকদার এবং সম্পাদক পিনাকী বসুও। উৎসবের প্রথম দিন সংবর্ধনা জানানো হয় স্বদেশ পত্রিকার সম্পাদক পান্নালাল মল্লিককে ।তার হাতে স্মারক ও মানপত্র তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক পবিত্র সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি।এই উৎসব উপলক্ষে একটা স্মরণিকারও উদ্বোধন হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। ২৯ ।৩০ নভেম্বর দুদিন ব্যাপী এই উৎসবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যে থেকে প্রায় ৩৬৫ জন কবি এই উৎসবে তাদের স্বরচিত কবিতা পড়েন। পাশাপাশি দুদিন ব্যাপী এই উৎসবে আমন্ত্রিত অতিথিরা বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া লিটিল ম্যাগাজিন। নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্যও পরিবেশন করেন। সম্পাদক পিনাকী বসু দাবদাহ পত্রিকার সাংবাদিককে এক সাক্ষাৎকারে বলেন এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে নতুন নতুন প্রতিভা তুলে ধরতে চায়। পাশাপাশি ফোরামের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড উঠে আসে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে।
নিউজ এক ঝলকে
দুদিন ব্যাপী সাহিত্য সংস্কৃতি উৎসব
96%

















