জেলায় হৃদয়পুর নব সোপানের শীত বস্ত্র বিতরণ
দাবদাহ লাইভ, বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতাঃ শীতের শুরুতেই হৃদয়পুর নব সোপান রাজ্যের বিভিন্ন জেলার প্রান্তিক মানুষদের জন্য নতুন কম্বল বিতরণ সহ শুকনো খাবারের ব্যবস্থাও করছে বলে জানা যায়। সম্প্রতি, বাঁকুড়া জেলার হিরবাঁধ থানার অন্তর্গত শবর গ্রাম ও ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানা ও বাঁশপাহাড়ি ফাঁড়ির অন্তর্গত লাগাদাড়ি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের শবর জনজাতির মানুষ বসবাস করেন। এই সম্পুর্ণ কর্মসূচি সুষ্ঠভাবে পালন করতে বাঁকুড়া জেলা পুলিশ ও ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতা যথেষ্ঠ বলে জানিয়েছেন হৃদয়পুর নব সোপানের শুভাকাঙ্ক্ষী অপূর্ব মন্ডল। হৃদয়পুর নব সোপানের সর্বপ্রথম পথপ্রদর্শক ঈশ্বর দিলীপ কুমার চ্যাটার্জীর তিরোধান দিবস উপলক্ষে লাগাদাড়ি গ্রামে প্রায় আড়াইশো জন মানুষকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খাতরা এস ডি পি ও অভিষেক যাদব আই পি এস, সি. আই. অনির্বাণ হালদার, হিরবাঁধ থানার ও. সি বর্ণালি সরকার এবং ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন SDPO বেলপাহাড়ি অলক কুমার আই পি এস, বেলপাহাড়ি থানার আই. সি. দীপঙ্কর দাস, বাঁশপাহাড়ি ফাঁড়ির ও. সি. শুভেন্দু রানা এছাড়াও সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়ন্ত বিশ্বাস, সুনীতি বিশ্বাস, সৌভিক ঘোষ ও অন্যান্যরা।

















