Banner Top

বঙ্গে এসআইআর আবহে বাংলাদেশী কলোনির হদিস

                                                                  দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  বঙ্গে এসআইআর আবহের মাঝে বাংলাদেশী কলোনির হদিস মেলায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সীমান্ত লাগোয়া এলাকায় এমন একটি কলোনির হদিস মেলায় রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে শোরগোল। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার অন্তর্গত চন্ডিপুর পঞ্চায়েতের ক্যাওসা এলাকা থেকে সেই চিত্র ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। সেখানে বসবাস করে প্রায় ১০০ পরিবার। ওই পরিবারবর্গ মারফত জানা যায়, তাঁদের কেউ ১০ বছর আবার কেউ ১২ বছর আগে বাংলাদেশ থেকে সেখানে এসে ঘর বেঁধেছেন। ওই পরিবারগুলির কারও নাম নেই ২০০২ সালের ভোটার লিস্টে। এদেশে বসবাসের জন্য কোনও বৈধ নথিও নেই তাঁদের কাছে। এমন কান্ডে বর্তমানে চরম আতঙ্কে ভুগছেন ক্যাওসা-র বাসিন্দারা। তাঁদের দাবি, গত কয়েক বছর ধরে বাংলাদেশিরা এই এলাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। ভোট এবং নাগরিকত্বের মত স্পর্শকাতর ইস্যুগুলি সামনে আসাতেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। তাঁদের অভিযোগ, বৈধ নথি না থাকলেও সরকারি প্রায় সমস্ত সুযোগ সুবিধাই ভোগ করে চলেছেন ওই কলোনির মানুষেরা। এসআইআর চালু হওয়ায় বহিরাগত বহু বাংলাদেশী ওই অঞ্চলে এসে বসতি স্থাপন করছে। নতুন করে বহিরাগতদের আগমন হওয়ায় এলাকার সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে বলে জানান তাঁরা। এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি স্থানীয় প্রশাসন।

বঙ্গে এসআইআর আবহে বাংলাদেশী কলোনির হদিস
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment