জেলা খাদি মেলা মধ্যমগ্রামে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সাংবাদিক পার্থ ভট্টাচার্য্যঃ ১০তম উত্তর ২৪ পরগনা জেলা খাদি মেলা- ২০২৫ মধ্যমগ্রাম সুভাষ ময়দানে উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী রথীন ঘোষ সহ খাদি ও গ্রামীন শিল্প পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক কল্লোল খাঁ, মুখ্য নির্বাহী আধিকারিক মৃদুল হালদার, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) বিষ্ণু দাস, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজী, স্থানীয় পৌরপ্রধান নিমাই ঘোষ ও জেলা আধিকারিকগণ। উল্লেখ্য, হারিয়ে যাওয়া গ্রামীণ শিল্পীদের নিয়ে এই জেলায় ৬টি ও অন্যান্য জেলায় ৮০টি প্রকল্পের মাধ্যমে নির্মাণ ও যন্ত্রাংশ সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যায়। রথীন ঘোষ তাঁর বক্তব্যে খাদি ও গ্রামীণ শিল্পীদের উৎপাদিত দ্রব্য ক্রয়ের মাধ্যমে সহযোগিতার নিবেদন করেন। খাদির প্রসার ঘটেছে বলে সভাপতি কল্লোল খাঁ জানান। স্থানীয় ভারপ্রাপ্ত জেলা আধিকারিক তথা মেলার প্রধান আয়োজক বিশ্বজিৎ সরকারের কথায় গত বছরের ২.০ কোটির উপর সহ বিগত তিন বছরে প্রায় ৬.০ কোটির বেশী খাদি সামগ্রী বিক্রি হয়েছে। এ বছরে আর ও বেশী বিক্রি হওয়ার আশা প্রকাশ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক পল্লব পাল, বারাসাত ১ ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি যথাক্রমে হালিমা বিবি ও মনোয়ারা বিবি সহ খাদি শিল্পের আধিকারিকবৃন্দ। অন্যান্য জেলার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এই মেলা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ( ছবি ও সহযোগী – হিরণ ঘোষাল)

















