অশোকনগরে পুরোহিত সম্মেলন
দাবদাহ লাইভ, হাবরা, নিজস্ব সংবাদদাতা,২৩ নভেম্বর: অশোকনগর- কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির উদ্যোগে অগ্রদূত ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল দ্বাদশ পুরোহিত মিলনোৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক পুরোহিত ও পণ্ডিতের উপস্থিতিতে রবিবারের এই আয়োজন পরিণত হয় এক অনন্য মিলনক্ষেত্রে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত গোপাল ভট্টাচার্য। পাশাপাশি পণ্ডিত কানন মিশ্র, পণ্ডিত নির্মলকৃষ্ণ রায়চৌধুরী, হরিপদ চক্রবর্তী, রাধা গোবিন্দ চক্রবর্তী, বিশ্বরূপ গোস্বামী, উজ্জ্বল মুখার্জী, অসীম রায় চৌধুরী, তাপস ভট্টাচার্যসহ বহু বিশিষ্টজন অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশনা ও মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। এরপর মঙ্গলাচরণ, গীতা পাঠ, চণ্ডীপাঠ এবং শাস্ত্রীয় আলোচনায় সনাতন ধর্ম, পৌরোহিত্য ও সংস্কৃত শিক্ষার প্রসারের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন পণ্ডিতবর্গ। বিশেষত টোল শিক্ষা পুনরুজ্জীবন ও নবীন পুরোহিতদের জন্য সরকারি পর্যায়ে সুনির্দিষ্ট শিক্ষাব্যবস্থার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। মধ্যাহ্নভোজের পর ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তমালিকা ব্যানার্জী অয়ন্তিকা ব্যানার্জী, দীপিকা ব্যানার্জী, স্বস্তিকা ব্যানার্জী, সুলগ্না চ্যাটার্জী সহ অন্যান্যরা। সন্ধ্যায় বৃহন্নলা সমাজের সদস্যাদের সংবর্ধনা জানানো হয় এবং তাঁদের হাত ধরে একশো দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সমিতির পক্ষ থেকে আরও পঞ্চাশ জন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পুরোহিত রত্ন অনন্ত চক্রবর্তী। পুরো অনুষ্ঠানকে সফল করতে পুরোহিত সংগঠনের সম্পাদক মিলন আচার্য, সাংস্কৃতিক সম্পাদক রাজা চক্রবর্তী, তারক ব্যানার্জী, প্রদীপ ব্যানার্জী, কিশোর ভট্টাচার্যসহ সমিতির সদস্যদের ভূমিকা ছিল বিশেষভাবে প্রশংসনীয়।

















