মেয়াদ উত্তীর্ণ ভিসায় কলকাতায় বসবাস, ধৃত ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ মেয়াদ উত্তীর্ণ ভিসা পূনর্নবিকরণ না করে বহাল তবিয়তে এ দেশে বসবাস করার অভিযোগে কলকাতা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের কোনও বাসিন্দা কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে কি-না, তার সন্ধানে তল্লাশি শুরু করেছে তদন্তকারীর দল। সেই সূত্র ধরে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অফিসের তদন্তকারীরা জানতে পারে রহমতুল্লাহ খাকসার ও নিয়াজ মহম্মদ নামে ২ জন আফগানিস্তানের ওয়াট গঞ্জের বাসিন্দা বেশ কয়েক বছর যাবত কলকাতায় বসবাস করছিল। কিন্তু ৫ বছর যাবত তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও, তার মেয়াদের পুনর্নবীকরণ করার বদলে ভুয়ো ভারতীয় পরিচয় পত্র তৈরী করে শহরে বসে ব্যাবসা করছিল। সম্প্রতি তাঁদের দু’জনকেই তলব করে তদন্তকারীরা। তাঁদের জেরা করে তদন্তকারীরা জানতে পারে যে, ওই ২ ব্যাক্তি বেআইনিভাবে শহরে রয়েছে। এরপরই ওই ২ ব্যাক্তির বিরুদ্ধে দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে রহমতুল্লাহ ও নিয়াজকে গ্রেফতার করে পুলিশ। ভিসার মেয়াদ উত্তীর্ণ হবার পরেও বেআইনিভাবে ধৃতদের শহরে থাকার কারণ, তাঁরা কোনও চক্রের সাথে যুক্ত কিনা, শহরে বসে কোনও নাশকতার ছক কষছিল কিনা ইত্যাদি নানান বিষয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
মেয়াদ উত্তীর্ণ ভিসায় কলকাতায় বসবাস, ধৃত ২
0%













