Banner Top

রজত জয়ন্তী বর্ষ শিশু উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন অশোকনগরে

                                                দাবদাহ লাইভ, হাবরা, প্রদীপ ব্যানার্জীঃ   অশোকনগর–কল্যাণগড় শিশু উৎসব কমিটি আয়োজিত রজত জয়ন্তী বর্ষ শিশু উৎসবের উদ্বোধন হলো ১৪ নভেম্বর, শিশু দিবসে—চাচা নেহেরুর ১৩৭তম জন্মদিনকে স্মরণ করে। অশোকনগর কচুয়া মোড়ে নেহরুর আবক্ষ মূর্তি স্থাপন, শহরের বিভিন্ন দেওয়ালে শিশুদের চিত্রাঙ্কন এবং ২৫ জন শিশুর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকালে প্রায় পঞ্চাশ জন শিশুর আঁকা পরিবেশ রক্ষার বার্তাবহ চিত্রে শহরের দেওয়ালগুলি নতুন সাজে সেজে ওঠে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষাব্রতী মায়া চক্রবর্তী এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন শিশু উৎসবের মূল কমিটির সভাপতি বিজন রতন ভট্টাচার্য। এরপর পৌরপ্রধান প্রবোধ সরকার নেহরুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিশুদের পুষ্পাঞ্জলিতে শ্রদ্ধা নিবেদনের পর নন্দিনী পালের নির্দেশনায় শিশু উৎসব কমিটির গানের দলের সমবেত সঙ্গীত পরিবেশিত হয়। শিশু শিল্পী শমীক দাস নেহরুর আদর্শকে সামনে রেখে শতাধিক শিশুকে শপথ বাক্য পাঠ করান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর, উপদেষ্টামণ্ডলীর সভাপতি ধূর্জটি সান্যাল, ড. অন্বেষা মল্লিক, সমাজসেবী বিভাস ভট্টাচার্য, অবর বিদ্যালয় পরিদর্শক শ্যামল ঘোষ, শিক্ষাব্রতী সমীর রঞ্জন দত্ত, পৌরসভার সিআইসি সদস্য সমীর দত্ত, কাউন্সিলর চিরঞ্জীব সরকার, কার্যকরী সভাপতি রনজিত ভট্টাচার্য, সহ-সভাপতি অধ্যাপক পঙ্কজ দে প্রমুখ। বক্তৃতায় তাঁরা নেহরুর মানবিক আদর্শ, শিশুদের মানসিক বিকাশ ও শিশু উৎসব কমিটির দীর্ঘ শিক্ষামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠাতা সভাপতি মনীষী মোহন নন্দীর বিশেষ অবদানের কথাও স্মরণ করা হয়। 
সন্ধ্যার সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় শিশু উৎসব কমিটির গানের দল, সঙ্গম কালচারাল একাডেমির শিল্পীরা ও অন্বিতা নন্দী। আবৃত্তি পরিবেশন করে অশোকনগর আবৃত্তায়নের শিশুরা, যোগাসন প্রদর্শন করে শিশু উৎসব কমিটির ছোটরা এবং সমবেত নৃত্য পরিবেশন করে ময়ূরী নৃতালয়ের শিশুরা। সবশেষে পৌলমী সেনগুপ্তের নির্দেশনায় “শকুনের খিদে” এবং মনীষী মোহন নন্দী রচিত গল্প অবলম্বনে ভাস্কর পালের নির্দেশনায় “তোতা” নাটক দর্শকদের প্রশংসা কুড়ায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম-সম্পাদক তনয় মজুমদার। শিশু উৎসব কমিটির যুগ্ম-সম্পাদক বিক্রম দাস জানান, এবারের মূল ভাবনা— “মনীষী মোহন নন্দী: শুভ্র, সত্য, শান্তি”। প্রতিষ্ঠাতা সভাপতি মনীষী মোহন নন্দীর নামে মূল মঞ্চসহ বিভিন্ন আঞ্চলিক মঞ্চের নামকরণ করা হবে। আগামী ১৬ জানুয়ারি শিশু শোভাযাত্রার মাধ্যমে রজত জয়ন্তী বর্ষের মূল অনুষ্ঠান শুরু হবে এবং চলবে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অশোকনগর কচুয়া মোড়ের মিলন সংঘ ময়দানে। এর আগে ২০ ডিসেম্বর থেকে শহরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শিশু নাট্য উৎসবের আয়োজন করা হবে।
শিশু দিবসে চাচার জন্মদিন স্মরণে উৎসব
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment