সিনিয়র ওয়েলফেয়ার সোসাইটির বিজয়া সম্মেলন বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ উত্তর ২৪ পরগণা জেলার সিনিয়র ওয়েলফেয়ার সোসাইটির অষ্টম বার্ষিক বিজয়া মিলন সম্মেলনী রবিবার ষোলোই নভেম্বর বারাসাতের রেড ক্রস ভবনে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন সদস্য ও সদস্যারা । মূলত প্রবীন নাগরিকদের নিয়েই গড়ে উঠেছে এই সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত শহরের প্রখ্যাত চিকিৎসক এন বি কাঞ্জিলাল সহ বিভিন্ন প্রবীণ নাগরিকরা। এদিনের অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বটকৃষ্ণ ঘোষ। অনুষ্ঠানে বিভিন্ন সদস্য ও সদস্যারা পরিবেশন করেন গান কবিতা আবৃত্তি । অনুষ্ঠানের মাঝে অল্প সময়ের জন্য উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার নব নিযুক্ত চেয়ারম্যান সুনীল মুখার্জী। তিনি বারাসাত পুরসভায় একটা ঘর সংগঠনকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। মূলত প্রবীন নাগরিকদের সাহায্য ও খেয়াল রাখার জন্যই এই সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনের পক্ষ থেকে বছরে বেশ কিছু অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বলে জানা যায়। সম্পাদক দেবাশীষ ব্যানার্জী সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
নিউজ এক ঝলকে
সিনিয়র ওয়েলফেয়ার সোসাইটির বিজয়া সম্মেলন বারাসাতে
95%

















