রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ কলকাতার একটি রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সাত সকালে ওই ঘটনা নজরে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লাগে। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ছ’টা নাগাদ স্থানীয়রা ব্যাঙ্কের ভিতর থেকে কালো ধোঁয়া বার হতে দেখে দ্রুত স্থানীয় থানা ও দমকলে খবর দেয়। খবর পাওয়া মাত্রই ঢাকুরিয়া থানার পুলিশ ও দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এলাকাটি পুরো ঘিরে ফেলে। দমকলবাহিনী তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলবাহিনী। কোনও পকেট ফায়ার আছে কিনা তাও খতিয়ে দেখে দমকল বিভাগীয় কর্মীরা। দমকল কর্মী সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় ব্যাঙ্কটি সম্পূর্ণরূপে বন্ধ ছিল। অত সকালে ব্যাঙ্ক না খোলায় কোনও কর্মী, গ্রাহক, নিরাপত্তাকরক্ষী ছিল না, তাই হতাহতের কোনও খবর নেই। শর্ট সার্কিট বা এসি মেশিন থেকে আগুন লাগতে পারে বলে দমকলবাহিনীর প্রাথমিক তদন্তের অনুমান। ব্যাঙ্কের লকারে গ্রাহকদের মূল্যবান নথি, কাগজপত্র, অর্থ, গহনা মজুত থাকে। সেসব নষ্ট হয়ে গেছে কিনা সেই আশঙ্কায়, আগুন লাগার খবর পাওয়া মাত্রই বহু গ্রাহক ঘটনাস্থলে পৌঁছে যান। ভীড় জমায় স্থানীয়রা। ব্যাঙ্কের ভিতরে থাকা কাঠের আসবাবপত্র পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। কিন্তু লকারের কোনও ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে দমকলের পক্ষ থেকে এ কথাও জানানো হয়েছে যে, ব্যাঙ্কের দোতলায় প্রথমে আগুন লাগায়, সেখানের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান ঠিক কতটা, ব্যাঙ্কের কর্মীরা এলেই তা জানা যাবে বলে জানায় পুলিশ ও দমকল বিভাগীয় কর্মীরা। পরবর্তীতে ওই ব্যাঙ্কের এক আধিকারিক জানান, দোতলায় প্রথমে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবরটি চাউর হতেই ব্যাঙ্কের নীচে এটিএম কাউন্টারে থাকা নিরাপত্তারক্ষী মারফত খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক
0%

















