কলকাতায় গ্রেফতার ৩ আফগান নাগরিক
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ জাল পরিচয় পত্র তৈরি করে এদেশে নিশ্চিন্তে বসবাস। এরপর একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন ভিন দেশের নাগরিককে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ কলকাতার ভবানীপুর থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, ভবানীপুর থানায় ৩ জন আফগান নাগরিক এদেশে জাল নথি তৈরী করে বসতি স্থাপন করেছে, এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয় সিকিউরিটি কন্ট্রোল দপ্তরের তরফে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভবানীপুর থানার পুলিশ। তদন্ত চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ১৯৯৫ সালে আবদুল্লাহ খান, ২০১৭ সালে সাহেব খান এবং ২০১৯ সালে জলত খান নামে ৩ জন আফগান নাগরিক এদেশে এসেছিলেন। তাঁদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ওই তিনজন এখানেই থেকে যায়। পরবর্তীতে ভারতীয় নাগরিকত্বের পরিচয় পত্র অর্থাৎ ভারতীয় ভোটার, আধার ও প্যান কার্ড তৈরি করে দীর্ঘদিন যাবত দক্ষিণ কলকাতায় বসবাস করছিল তাঁরা। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ভবানীপুর থানার পক্ষ থেকে ধৃতদের বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হলে ৬ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। ধৃতরা এদেশে এসেছিল কেন, কেনই বা পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্বেও এদেশে ছিল, এদেশের নাগরিকত্বের জন্য কোথা থেকে কিভাবে কেন তাঁরা ওই জাল নথি তৈরী করেছে, ওই কাজে কে বা কারা কিভাবে সহযোগিতা করেছে, ধৃতরা এদেশে কোনও নাশকতার ছক কষছিল কিনা, এমনই নানান প্রশ্ন উঠে আসায় ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় পুলিশ।
কলকাতা থেকে গ্রেফতার ৩ আফগান নাগরিক
0%

















