Banner Top

চাঁদপাড়া জগদ্ধাত্রী পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান

                                                                                 দাবদাহ লাইভ, অনন্ত চক্রবর্তী, ১নভেম্বর:  জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চাঁদপাড়া বিএম পল্লী ‘আমরা সবাই’-এর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা শনিবার রঙে, আলোয় ও দর্শক-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। সন্ধ্যার সূচনায় সুভাষ চক্রবর্তী, চৈতি সিংহ রায় ও সোমা চক্রবর্তীর পরিবেশনায় শ্রুতি নাটক ‘তাহার নামটি রঞ্জনা’ ও ‘কি গেরো’ দর্শকদের মুগ্ধ করে। সমাজজীবনের সূক্ষ্ম আবেগ ও বাস্তবতার ছোঁয়ায় নাটক দু’টি হয়ে ওঠে হৃদয়গ্রাহী। শিশুশিল্পী শরণ্যা মজুমদারের নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। এরপর মঞ্চস্থ হয় চাঁদপাড়া অ্যাক্টো প্রযোজিত শিশু নাটক ‘অরুণ-বরুণ-কিরণমালা’। চৈতি সিংহ রায়ের নির্দেশনায় ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত অভিনয়ে নাটকটি আনন্দ ও হাস্যরসে ভরিয়ে তোলে অনুষ্ঠানস্থল। নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুভাষ চক্রবর্তী। দর্শকদের করতালি, উৎসাহ ও উচ্ছ্বাসে ভরে ওঠে পল্লীপ্রাঙ্গণ। জগদ্ধাত্রী পুজোর আনন্দে সংস্কৃতির এই অনবদ্য সন্ধ্যা চাঁদপাড়ার স্মৃতিতে রেখে গেল এক উজ্জ্বল অধ্যায়। 

চাঁদপাড়া জগদ্ধাত্রী পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান
User Review
98% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment