সীমান্ত থেকে উদ্ধার কোটি কোটি মূল্যের সোনা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ সীমান্ত পেরিয়ে সোনা পাচারের প্রচেষ্টা রুখে বিপুল মূল্যের সোনা উদ্ধার করে সীমান্ত রক্ষী বাহিনী। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর পেট্রাপোল সীমান্তে ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে জানা যায়, সোমবার রাতে বাংলাদেশের বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করে একটি খালি ট্রাক। খালি ট্রাক দেখে সন্দেহ হওয়ায় বিএসএফ এর জওয়ানরা তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে ট্রাকের ভিতর থেকে উদ্ধার হয় লুকিয়ে রাখা দুটি সবুজ প্যাকেট। প্যাকেট দুটি খুলতেই জওয়ানদের চক্ষু একেবারে চড়কগাছ। উদ্ধার হয় ৬টি সোনার বার ও ২টি বিস্কুট। যার মোট ওজন ১৯৭৪.৫৪০ গ্রাম। বর্তমান বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। ট্রাকের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় বিএসএফ। চালকের কথায়, বাংলাদেশে ট্রাক খালি করে ভারতে ফেরার মুহূর্তে আচমকা কয়েকজন লোক তাঁকে মোটা টাকার লোভ দেখিয়ে ওই দুটি প্যাকেট সীমান্ত পার করে দিতে বলে। সেই লোভ সম্বরণ করতে না পেরে বিপদের সম্মুখীন হয়েছে বলে জানায় ওই ট্রাক চালক। কিন্তু চালকের কথার সত্যতা কতখানি, তা খতিয়ে দেখা হবে বলে জানায় বিএসএফ। পাশাপাশি সীমান্ত এলাকা থেকে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার, এক বড়সড় সাফল্য বলে দাবি বিএসএফ এর। কিন্তু সীমান্ত এলাকায় কড়া নজরদারি থাকা সত্বেও পাচারকারীদের এহেন সক্রিয় ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। পাচারকারীদের কর্মকান্ড রুখতে নজরদারি আরও বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে বিএসএফ এর তরফে।
সীমান্তে উদ্ধার কোটি কোটি মূল্যের সোনা
0%

















