শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ খালে এক শিশুর দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত কাটপোল এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর একটা নাগাদ আচমকা কাটপোল এলাকা সংলগ্ন একটি খালে ভাসমান এক শিশুর দেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা যায়, দেহটি একটি পুত্র সন্তানের। যার বয়স আনুমানিক সারে সাত মাস। কিন্তু প্রশ্ন হল- ওই শিশুর দেহটি কোথা থেকে খালে এসেছে, কে বা কারা কেন তাঁকে খালে ফেলেছে, এমনই নানান প্রশ্নের সন্ধান পেতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
0%

















