বনগাঁ-রানাঘাট ডাবল লাইনের অনুমোদন রেল বোর্ডের
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী রেলপথ হল- ভারত-বাংলাদেশের পেট্রাপোল বন্দরের নিকটস্থ বনগাঁ থেকে নদিয়া জেলার অন্তর্গত রানাঘাট রেলপথ। সম্প্রতি বনগাঁ-রাণাঘাট রুটে এসি ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ায় যাত্রী সাধারণ হয়েছে উপকৃত। এই রেলপথটি বনগাঁ স্টেশন থেকে শিয়ালদহ ও কৃষ্ণনগর যাবার মূল লাইনের সঙ্গে যুক্ত হওয়ায়, পণ্য ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে বহু সুবিধা হয়েছে। বর্তমানে এই দুই জেলার প্রান্তিক অঞ্চলে থাকা স্টেশনগুলি একক লাইনে সংযুক্ত হওয়ায় দ্রুত গন্তব্যস্থলে পৌঁছাতে যাত্রীরা বহু সমস্যার সম্মুখীন। তাদের সমস্যা দূরীকরণের জন্য অর্থাৎ বনগাঁ থেকে রাণাঘাট যাবার মাঝে থাকা সাতবেড়িয়া, গোপালনগর, আকাইপুর হল্ট, মাঝেরগ্রাম, গাঙণাপুর, নব রায়নগর হল্ট, কুপারর্স হল্ট এলাকায় বসবাসকারী মানুষেরা যাতে দ্রুত ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, তাই ডবল লাইন প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। রেলের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, বর্তমানে ওই রেলপথের ধারণক্ষমতার ১১৪% ব্যবহৃত হচ্ছে। ডবল লাইন তৈরি হলে ট্রেন চলাচলে কোনো বিলম্ব বা ক্রসিংজনিত সমস্যা থাকবে না। সমস্ত দিক বিবেচনা করে বনগাঁ-রাণাঘাট রুটে ৩২.৯৩ কিমি দৈর্ঘ্য বিশিষ্ট ডাবল লাইন প্রকল্পের জন্য ৩৯৬.০৪ কোটি টাকার অনুমোদন করেছে রেলওয়ে বোর্ড। এটি প্রকল্পের দ্রুত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে রেল। এই প্রকল্পের আওতায় মোট ৯টি স্টেশন ও ২টি লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণ করা হবে। যার একটি রানাঘাট ও মাঝেরগ্রাম স্টেশনের মধ্যে এবং অন্যটি মাঝেরগ্রাম গোপালনগর স্টেশনের মধ্যে থাকবে। ফলে পণ্য ও যাত্রী পরিবহনের গতি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি, রেলেরও আয় বৃদ্ধি পাবে। এমনটাই রেল সূত্রে খবর।
বনগাঁ-রানাঘাট রুটে ডাবল লাইনের অনুমোদন দিল রেলওয়ে বোর্ড
0%

















