অতিথীশালায় রমরমিয়ে মধুচক্রের ব্যবসার অভিযোগে বিক্ষোভ
দাবদাহ লাইভ, বারাসাত, বৈশাখী সাহাঃ গেস্ট হাউসে রমরমিয়ে চলছে মধুচক্রের ব্যবসা। এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয় এলাকাবাসীরা। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, পুলিশকে ঘিরেই চলে বিক্ষোভ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত কদম্বগাছি রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে সাম্প্রতিক রাতে এমনই ঘটনা ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। স্থানীয়দের অভিযোগ, গেস্ট হাউস এর মধ্যেই দীর্ঘদিন ধরে চলছে মধুচক্রের ব্যবসা। বিভিন্ন জায়গা থেকে মহিলাদেরকে ওই হেস্ট হাউজে নিয়ে এসে নাচানো হয়। এতে এলাকার আর্থিক উন্নয়নের পাশাপাশি, শান্তি শৃঙ্খলাও নষ্ট হচ্ছে। এছাড়াও এলাকায় আরও নানান অসামাজিক কার্যকলাপ চলে বলে অভিযোগ তুলেছে বিক্ষোভকারীরা। তাদের দাবি, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ওইসব কার্যকলাপ বন্ধ করতে হবে বলে এদিন রাত ১২ টা নাগাদ এলাকাবাসীরা বিক্ষোভে সামিল হয়ে স্লোগাল দিতে শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ক্ষুব্ধ এলাকাবাসীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ যাবত চলে সেই বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগের ভিত্তিতে ওই গেস্ট হাউসের মালিক আলোক বণিক ও গীতা বণিক ছাড়া আরও দুই’জন মহিলাকে আটক করে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তবে ওই এলাকায় অসামাজিক কার্যকলাপ যদি বন্ধ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলেও হুঁশিয়ারি দেয় এলাকার ক্ষব্ধ মানুষ।
অতিথীশালায় রমরমিয়ে মধুচক্রের অভিযোগে বিক্ষোভ
0%

















