জাতীয় কংগ্রেসের বস্ত্র বিতরণ রহড়াতে
দাবদাহ লাইভ, বারাকপুর, শ্যামল করঃ উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর মহকুমার খড়দহ রহড়াতে হরি সভা মন্দিরের নিকটস্থ মহাপঞ্চমীর পূণ্যলগ্নে স্থানীয় জাতীয় শহর কংগ্রেসের উদ্দ্যোগে এলাকার প্রায় ১২০০ দুঃস্থদিগকে শাড়ী ধুতি, লুঙ্গি সালোয়ার কামিজ ও গেঞ্জি সহ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাধারণ সম্পাদক প্রদীপ বাগচী, সভাপতি জয়দেব ঘোষ, তরুণ দত্ত, খড়দহ শহর কং (২) সম্পাদক রতন রায় চৌধুরী, মহিলা কং সাধারণ স্মপাদিকা শ্রীমতী ঝুমঝুম ভট্টাচার্য্য, হিউম্যান রাইট সেলের সভাপতি প্রসেনজিত মজুমদার , প্রসেনজিত বিশ্বাস, মিলন চক্রবর্তী, নেপাল কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ, বিগত ২০০৬ সাল থেকে প্রতি বছরেই এলাকার দুঃস্থ পরিবার দিগকে এই ধরণের মানব সেবায় নিয়োজিত বলে জানান সভাপতি। কোন অন্যায়ের কাছে মাথা নত না করার নিদানও দেন। উপচে পড়া মানুষের ভীড়ে বেশ সাড়া পড়ে আর উৎসাহ উদ্দীপনা অনুষ্ঠানটিকে অন্য মাত্রা এনে দিয়েছে বলে জানা যায়। এমন কি স্টেশন রোড কিছুক্ষণের জন্য থমকেও যায়। ( ক্যামেরাঃ অরুপ চক্রবর্তী )

















