পূজোর সময় রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব উপলক্ষে রেল যাত্রীদের সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। পুজোর সময় প্রতি বছর বহু দূর-দূরান্ত থেকে প্যান্ডেল ও প্রতিমা দর্শন করতে কলকাতায় আসেন বহু মানুষ। দর্শনার্থীদের ভিড় সামলানো ও সারারাত ঠাকুর দেখে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা যাতে বাড়ি ফিরতে পারেন, সে কথা মাথায় রেখেই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সারারাত্র ব্যাপি মেট্রোর পাশাপাশি, শিয়ালদহ সেকশনে অতিরিক্ত মোট ৩১টি অর্থাৎ শিয়ালদহ মেইন ও উত্তর শাখায় ১৯ টি এবং দক্ষিণ শাখায় ১২ টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। পুজোয় ক’দিন কলকাতার রাজপথে নামে মানুষের ঢল। রেল যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, সারারাত্র ব্যাপী অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্তে, স্বস্তির শ্বাস নিচ্ছে সাধারণ মানুষ। রেল সূত্রে জানা যায়, স্টেশন চত্বরে কোনরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৭শে সেপ্টেম্বর থেকে ১০ ই অক্টোবর পর্যন্ত শিয়ালদহ, হাওড়া সহ গুরুত্বপূর্ণ স্টেশন গুলোতে আরপিএফ এর অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। আর যাত্রী সুবিধার্থে পূজোর ক’দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাতে মেট্রোরেলের পাশাপাশি, ৩১ টি বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কখন কোন্ রুটে রেলের এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে, সেগুলি দেওয়া হল- শিয়ালদহ মেইন ও উত্তর শাখা: রানাঘাট-শিয়ালদহ রুটে ৬টি ট্রেন চলবে রাত ৯ টা ৪০ থেকে ভোর ৩ টে ১০ পর্যন্ত। শিয়ালদহ-কল্যাণী রুটে ৪ টি ট্রেন চলবে রাত ৯ টা ১০ থেকে রাত ২ টো ৫৫ পর্যন্ত। রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর রুটে ৫টি ট্রেন রাত ১১ টা ৪৫ থেকে ভোর ৪ টে ৫৫ পর্যন্ত চলবে। বনগাঁ-বারাসাত-শিয়ালদহ রুটে ৪ টি অতিরিক্ত ট্রেন রাত ১০ টা ২০ থেকে ভোর ৪ টে ৩০ পর্যন্ত চলবে। অন্যদিকে শিয়ালদহ দক্ষিণ শাখা: শিয়ালদহ-বারুইপুর রুটে ৬ টি ট্রেন চলবে রাত ১১টা ৪০ থেকে ভোর ৩টে ৩০ পর্যন্ত। অন্যদিকে শিয়ালদহ-বজবজ রুটে ৬টি অতিরিক্ত ট্রেন রাত ১১ টা ৩০ থেকে ভোর ৩ টে ৪০ পর্যন্ত চলবে। এছাড়া যাত্রী সুবিধার্থে শিয়ালদহ স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের পাশেই রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবেশ ও প্রস্থান কেন্দ্র। যেখান থেকে খুব সহযেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছানো যায়। পূজোর সময় দর্শনার্থীরাও যাতে উপকৃত হতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে বহুদিন যাবত বন্ধ অবস্থায় থাকা সেই ‘প্রফুল্ল দ্বার’ বৃহস্পতিবার পুনরায় উদ্বোধন করা হয়। পাশাপাশি পূজো-পাঠের পর ফিতে কেটে টিকিট কাউন্টারের শুভ উদ্বোধন করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজিব সাক্সেনা। এদিনই নতুন কাউন্টার থেকে শুরু হয় টিকিট সংগ্রহের পর্ব। শিয়ালদহের পাশাপাশি এদিন দমদমেও নতুন টিকিট কাউন্টার উদ্বোধন করেন ডিআরএম। পুজোর মুহূর্তে রেল কর্তৃপক্ষের তরফে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করায় যাত্রীরা স্বাচ্ছন্দ্য ও নিরাপদে যাতায়াত করতে পারবেন বলে অভিমত রেলের কর্মকর্তা সহ সাধারণ মানুষের।
পূজোর সময় রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের
0%

















