সীমান্তে ধৃত দালাল সহ তিন
দাবদাহ লাইভ, বসিরহাট, বৈশাখী সাহাঃ অবৈধভাবে দালাল মারফত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার পূর্বে দালাল সহ তিন জনকে আটক করে বিএসএফ। পরবর্তীতে পুলিশের হাতে তাঁদের তুলে দেয় বিএসএফ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত তারালি সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ভিন রাজ্য থেকে এসে মোটা টাকার বিনিময়ে শনিবার সন্ধ্যার পরবর্তী মুহূর্তে দালাল মারফত বাংলাদেশে প্রবেশের উদ্যোগ নিয়েছিল কয়েকজন বাংলাদেশী। সেই সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের তারালি বিওপি-র জওয়ানরা ওই দালাল সহ তাঁদের সকলকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জানা যায়, কোনও বৈধ নথি না থাকায়, বাংলাদেশের খুলনা জেলার খালিশপুর এলাকার বাসিন্দা সুব্রত মন্ডল, মিতা মন্ডল ও রাজু মন্ডল মোটা টাকার বিনিময়ে সীমান্ত সংলগ্ন হাকিমপুর এলাকার বাসিন্দা সরিফুল সরদার নামে ওই দালাল মারফত অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বিএসএফ ওই দালাল সহ তিন বাংলাদেশীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। তাঁদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে স্বরূপনগর থানার পক্ষ থেকে রবিবার দুপুর বারোটা নাগাদ ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃতরা কবে কিভাবে কেন এদেশে প্রবেশ করেছিল, তাঁদের মুল উদ্দেশ্য কি ছিল, এমনই নানান প্রশ্নের যথাযথ উত্তর পেতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
জেলার খবর
ছবিতে সংবাদ
সীমান্তে ধৃত দালাল সহ তিন
93.7%




































